ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আশরাফের শরণাপন্ন কুমিল্লা, বাসায় মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
আশরাফের শরণাপন্ন কুমিল্লা, বাসায় মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হারের মুখ দেখতে হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন দলটিকে। রোববার (১৩ নভেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটে খুলনা টাইটানসের দেয়া ১৪৫ রানের ছোট টার্গেট টপকাতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। 

ঢাকা: হারের বৃত্ত থেকে বের হতে পারছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হারের মুখ দেখতে হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন দলটিকে।

রোববার (১৩ নভেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটে খুলনা টাইটানসের দেয়া ১৪৫ রানের ছোট টার্গেট টপকাতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল।  

ডাবল লিগ পদ্ধতির বিপিএলে প্রতিটি দল পাবে ১২টি করে ম্যাচ। কুমিল্লার সামনে রয়েছে আরও ৯টি ম্যাচ। শেষ চারে ওঠার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। হারের বৃত্ত ভাঙতে পারলে সুযোগ রয়েছে দলটির। কেননা গতবার শুরুর দিকে ব্যর্থ হয়েও শেষে ভালো খেলে শিরোপা জিতেছিল তারা।

হারের বৃত্তে আটকে পড়া কুমিল্লাকে উজ্জ্বীবিত করতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার গাজী আশরাফ হোসেন লিপুকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
 
গাজী আশরাফ হোসেন লিপু বাংলানিউজকে বলেন, ‘কুমিল্লার সাথে সম্পৃক্ত হয়েছি। স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলবো প্লেয়ারদের সাথে। আরও দুই-একটা ম্যাচ যাক, তারপর দল নিয়ে মন্তব্য করবো। আমি তো মাত্র একটা ম্যাচ (গতকালের ম্যাচ) দেখলাম। আজ ঢাকার বিপক্ষে ম্যাচটি দেখার পর দলের (কুমিল্লা) প্রকৃত অবস্থা বোঝা যাবে। ’

এদিকে গুঞ্জন উঠেছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে টিম গড়া নিয়ে মতভেদ তৈরি হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। যে কারণে অনেকটা অভিমান করেই মাশরাফি নাকি টিম হোটেল ছেড়ে মিরপুরের বাসায় চলে এসেছেন।  

টিম সূত্র অবশ্য জানিয়েছে, কোনো বিরোধের জেরে নয়। হারের হতাশা থেকেই বাসায় গেছেন মাশরাফি। ওখান থেকেই বিকেলে স্টেডিয়ামে চলে আসবেন। শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লড়াই শুরু সন্ধ্যা ৭টায়।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।