ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাফিস-মালানের দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
নাফিস-মালানের দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিটাগং ভাইংকিসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে বরিশাল বুলসের দুই ব্যাটসম্যান শাহারিয়ার নাফিস ও ডেভিড মালান খেলেছেন ১৫০ রানের মহাকাব্যিক এক ইনিংস। আর তাদের এই জুটিই বিপিএলের ইতিহাসে সেরা দ্বিতীয় জুটি হয়ে থাকলো।

মিরপুর থেকে: চিটাগং ভাইংকিসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে বরিশাল বুলসের দুই ব্যাটসম্যান শাহারিয়ার নাফিস ও ডেভিড মালান খেলেছেন ১৫০ রানের মহাকাব্যিক এক ইনিংস। আর তাদের এই জুটিই বিপিএলের ইতিহাসে সেরা দ্বিতীয় জুটি হয়ে থাকলো।

বিপেএলের এ যাব‍ৎকালের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটিও নাফিসের দখলেই (১৯৭ রান)। অবশ্য সেখানে তার সহযোদ্ধা ছিলেন নিউজিল্যান্ডের লু ভিনসেন্ট।

ঘটনাটি ঘটেছিল বিপিএলের দ্বিতীয় আসরে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২০১৩ সালে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে এই অনন্য রেকর্ডটি গড়েছিলেন নাফিস ও ভিনসেন্ট।

সোমবার (১৪ নভেম্বর) বিপিএলের এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচে চিটাগং ভাইকিংসের দেয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নামে বরিশাল বুলস। চ্যালেঞ্জিং এই লক্ষ্যে নেমে নেমে দলীয় ৭ ও ব্যক্তিগত ৬ রানে জশুয়া কব শুভাশীষ রায়ের শিকার হয়ে ফেরার পরে দলের রানের চাকা সচলের দায়িত্ব নেন নাফিস ও ডেভিড মালান। দুর্দান্ত শট, দারুণ আত্মবিশ্বাস ও পারস্পারিক বোঝাপড়ায় শেষ পর্যন্ত তারা সেই কাজটি বেশ ভালোভাবেই করতে পেরেছেন। দৃষ্টিনন্দন ব্যাটিংযে দলকে এনে দিয়েছেন ১৫০ রানের অবিচ্ছিন্ন এক জুটি যা দিন শেষে তাদের জয়ের পথ সুগম করেছে।

অবশ্য, এদিন ব্যাট হাতে শেষ পন্ত উইকেটে থাকতে পারেনি এই জুটি। ১৯তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৫৭ ও ব্যক্তিগত ৬৫ রানে ইমরান খানের বলে ফিরেছেন নাফিস। তবে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন মালান। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১০ রানের জুটিতে দলকে ভিড়িয়েছেন জয়ের বন্দরে। ম্যাচের শেষ বলটি পর্যন্ত মালান অপরাজিত ছিলেন ৭৮ রানে (৪৮ বল)।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।