ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

নাফিসের ব্যাটিং দারুণ উপভোগ করছেন তামিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, নভেম্বর ১৪, ২০১৬
নাফিসের ব্যাটিং দারুণ উপভোগ করছেন তামিম ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তামিম ইকবাল ও শাহরিয়ার নাফিস। এক সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তারা ব্যাটিংয়ে ওপেনিংয়ে জুটি ছিলেন। দু’জনের ব্যাটিংই ছিল দৃষ্টিনন্দন ও কাঁপন ধরানো। ক্ষুরধার ব্যাটিংয়ে গুঁড়িয়ে দিতেন প্রতিপক্ষের বোলিং লাইনআপ।

মিরপুর থেকে: তামিম ইকবাল ও শাহরিয়ার নাফিস। এক সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তারা ব্যাটিংয়ে ওপেনিংয়ে জুটি ছিলেন।

দু’জনের ব্যাটিংই ছিল দৃষ্টিনন্দন ও কাঁপন ধরানো। ক্ষুরধার ব্যাটিংয়ে গুঁড়িয়ে দিতেন প্রতিপক্ষের বোলিং লাইনআপ। দু’জনের মধ্যে তামিম জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে খেললেও গত তিন বছর ধরে দলে নেই শাহরিয়ার নাফিস।

সেই নাফিসই এবারের বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ও ধারাবাহিক। যেন ফিরে পেয়েছেন বহুদিন আগে হারিয়ে ফেলা সেই ছন্দ। আর এমন নান্দনিক ব্যাটিংয়েই বরিশালের হয়ে বিপিএলের এই আসরে এই পর্যন্ত খেলা ৪ ম্যাচে তুলে নিয়েছেন ৩টি অর্ধশতক।

নাফিসের এমন ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ তার সাবেক পার্টনার তামিম ইকবাল। তিনি নাকি নাফিসের ব্যাটিং বেশ উপভোগ করছেন। সোমবার (১৪ নভেম্বর) বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে নাফিসের ব্যাটিং নিয়ে তামিম তার মুগ্ধতা প্রকাশ করেন, ‘আমি তার শেষ ইনিংসটা মাঠে বসে দেখছিলাম আর প্রথম ইনিংসটা টিভিতে দেখেছি। বলতে পারেন এই টুর্নামেন্টে এই মুহূর্তে সবচেয়ে ভালো ব্যাটিং করছেন। আমার মনে হয় টি-টোয়েন্টিতে রান পেতে তিনি যথেষ্টই পরিশ্রম করেছেন এবং সেই লক্ষ্যে তিনি সফলও হয়েছেন। আমি তার ব্যাটিং খুব উপভোগ করছি। ’
 
নাফিসের ব্যাটিং তামিমতো উপভোগ করবেনই। কেননা বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নাফিস খেলেছেন ৩৪ বলে ৫৫ রানের ইনিংস, দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানেসের বিপক্ষে অপরাজিত ছিলেন ১ রানে, তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৪৪ বলে খেলেছেন ৬৩ রানের ইনিংস।  আর সবশেষ তামিমের চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫৯ বলে খেলেছেন ৬৫ রানের ম্যাচ উইনিং এক ইনিংস। চার ম্যাচে তার রানের গড় ৬১ রানেরও বেশি। এমন অনিন্দ্য সুন্দর ব্যাটিং তামিম কেনই বা উপভোগ করবেন না?

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ