ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঘুরে দাঁড়ানোর ম্যাচে ভারত স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ঘুরে দাঁড়ানোর ম্যাচে ভারত স্কোয়াডে পরিবর্তন ছবি: সংগৃহীত

রাজকোট টেস্ট ড্র হলেও ভারতের চেয়ে সফরকারী ইংল্যান্ডের আধিপত্য ছিল স্পষ্ট। দলের ব্যাটিং শক্তি বাড়াতে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত হয়েছেন ইনজুরি কাটিয়ে ওঠা প্রতিভাবান লোকেশ রাহুল। গত সেপ্টেম্বরের শেষদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগে মাঠের বাইরে চলে যান ২৪ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ঢাকা: রাজকোট টেস্ট ড্র হলেও ভারতের চেয়ে সফরকারী ইংল্যান্ডের আধিপত্য ছিল স্পষ্ট। দলের ব্যাটিং শক্তি বাড়াতে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত হয়েছেন ইনজুরি কাটিয়ে ওঠা প্রতিভাবান লোকেশ রাহুল।

গত সেপ্টেম্বরের শেষদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগে মাঠের বাইরে চলে যান ২৪ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে দু’দল।

রাহুলের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইনজুরি কাটিয়ে রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে ৭৬ ও ১০৬ রানের ইনিংস উপহার দেন তিনি। কোচ অনিল কুম্বলের অধীনে এটি নিয়মে পরিণত হয়েছে, টেস্ট দলে আসার আগে ইনজুরি আক্রান্ত কাউকে প্রথম শ্রেণির ম্যাচ খেলে আসতে হবে।

ভারতের জার্সিতে ৯ টেস্টে ৩৭.৪৬ গড়ে ৫৬২ রান করেছেন রাহুল। একটি অর্ধশতকের পাশাপাশি রয়েছে তিনটি সেঞ্চুরি। সীমিত ওভারের ক্রিকেটে তিনটি ওয়ানডেতে তার দখলে একটি করে ফিফটি ও শতক। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারেও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এ উঠতি ব্যাটিং সেনসেশন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।