ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন অভিষিক্ত ক্যারিবীয়দের কাছে শ্রীলঙ্কার হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
তিন অভিষিক্ত ক্যারিবীয়দের কাছে শ্রীলঙ্কার হার ছবি:সংগৃহীত

জিম্বাবুয়ের মাটিতে ত্রি-দেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬২ রানের বড় ব্যবধানে হারে দলটি। ২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ১৬৫ রানে থামে তাদের ইনিংস।

ঢাকা: জিম্বাবুয়ের মাটিতে ত্রি-দেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬২ রানের বড় ব্যবধানে হারে দলটি।

২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ১৬৫ রানে থামে তাদের ইনিংস।

এ ম্যাচে দু’দলই মোটামুটি খর্ব শক্তির দল। কারণ শ্রীলঙ্কান দলে ইনজুরির কারণে নেই নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সহ অধিনায়ক দিনেস চান্দিমাল। অন্যদিকে তারকাবিহীন ক্যারিবীয় দলে এ ম্যাচেই অভিষেক হয়েছে শাহী হোপ, অ্যাশলে নার্স ও রোভম্যান পাওয়েলের।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে হারারে স্পোর্টস ক্লাবে এদিন ক্যারিবীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় উপল থারাঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সাচিথ পাথিরানা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান শেনন গ্যাব্রিয়েল ও অভিষিক্ত নার্স।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের চার বল বাকি থাকতে ২২৭ রানে সবকটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রানে ইনিংস খেলেন জোনাথন কার্টার। এছাড়া ৪৭ রান করেন শাহী হোপ। আর ৪৪ রান আসে রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট পান নুয়ান কুলাসেকেরা, সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদিপ।

শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছিল। আগামী ১৯ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।