ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মাঠে গড়ালো কর্পোরেট টি-টোয়েন্টি ক্রিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, নভেম্বর ১৮, ২০১৬
মাঠে গড়ালো কর্পোরেট টি-টোয়েন্টি ক্রিকেট ছবি: সংগৃহীত

দশটি প্রতিষ্ঠানকে নিয়ে সিটি ক্লাব মাঠে শুরু হয়েছে এমটিবি কর্পোরেট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। টি.কে.স্পোর্টস আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে (এমটিবি) ৫২ রানে হারিয়ে শুভ সূচনা করেছে সিদ্দিক গ্রুপ।

ঢাকা: দশটি প্রতিষ্ঠানকে নিয়ে সিটি ক্লাব মাঠে শুরু হয়েছে এমটিবি কর্পোরেট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। টি.কে.স্পোর্টস আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে (এমটিবি) ৫২ রানে হারিয়ে শুভ সূচনা করেছে সিদ্দিক গ্রুপ।

শুক্রবার (১৮ নভেম্বর) মিরপুরের সিটি ক্লাব মাঠে সিদ্দিক গ্রুপের দেওয়া ২২৪ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৭১ রানে অলআউট হয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নেমে শোয়েব মাহমুদের ৪৮ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ২২৩ রানের বিশাল সংগ্রহ পায় সিদ্দিক গ্রুপ।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টোটাল গ্যাস, অ্যাপোলো হসপিটালস ঢাকা, ব্লকবাস্টার ভিক্টোরিয়ান্স, এবি ব্যাংক, এনআরবি ব্যাংক, সিদ্দিক গ্রুপ, কম্পিউটার সোর্স, ইয়াসিন কেবলস, তেহারি অন হুইলস।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ১৮ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ