ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনালে চোখ রাখছেন যুবাদের কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
সেমিফাইনালে চোখ রাখছেন যুবাদের কোচ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ১৩-২৪ ডিসেম্বর শ্রীলঙ্কায় বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এবারের আসরে বাংলাদেশকে সেমিফাইনাল পর্যন্ত দেখতে চান দলের কোচ আব্দুল করিম জুয়েল। সে লক্ষ্যেই দলের ক্রিকেটারদের প্রস্তুত করছেন তিনি।

ঢাকা: আগামী ১৩-২৪ ডিসেম্বর শ্রীলঙ্কায় বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এবারের আসরে বাংলাদেশকে সেমিফাইনাল পর্যন্ত দেখতে চান দলের কোচ আব্দুল করিম জুয়েল।

সে লক্ষ্যেই দলের ক্রিকেটারদের প্রস্তুত করছেন তিনি।

শনিবার (১৯ নভেম্বর) থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অনুশীলন শেষে এশিয়া কাপের লক্ষ্য নিয়ে কোচ আব্দুল করিম জুয়েল বলেন, ‘আমার প্রথম টার্গেট সেমিফাইনাল খেলা। এটা আমার প্ল্যান। যেহুতু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে আমরাও আছি।   তো আশা করি ছেলেরা মানিয়ে নিতে পারবে। সেমিফাইনালের লক্ষ্য রেখে আমরা শুরু করতে চাই। ’

দলের শক্তি নিয়ে এ কোচ বলেন, ‘ওভারঅল সব ডিপার্টমেন্টই শক্তিশালী। পেস বোলিং, স্পিন বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবই ভালো আছে। আশা করি এশিয়া কাপ শুরুর আগে ওরা ভালোভাবে প্রস্তুত হতে পারবে। ’

এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জানুয়ারিতে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা সাইফ হাসান। অধিনায়কের উপর বেশ আস্থাশীল এ কোচ, ‘ও (সাইফ হাসান) আমাদের কাছে দীর্ঘ পাঁচ বছর ধরে আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছে। ওয়ার্ল্ডকাপে দুই একটা জায়গায় ঘাটতি ছিল। এখন অভিজ্ঞ হয়েছে। যেহুতু এ সময়ের মধ্যে ৩০-৩৫টা ম্যাচ খেলেছে। ঘরোয়া ক্রিকেটে আমাদের এখানে সবচেয়ে বড় অভিজ্ঞাতার জায়গা। এখানে সে মানিয়ে নিয়েছে। আশা করি অধিনায়ক হিসেবে ভালো করবে। ’

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াডে থাকা তিন স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন কোচ নিজেই। পরে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সঙ্গে কাজ করার পর বাঁহাতি স্পিনার সাখাওয়াত হোসেন সিমন ও  অফস্পিনার আতিফ হোসেন ধ্রুব’র অ্যাকশন ত্রুটিমু্ক্ত হিসেবে বিবেচিত হয়েছে। ১৫ সদস্যের মূল দলে রয়ে গেছেন এরা দুজন। তবে বাদ পড়েছেন আরেক বাঁহাতি স্পিনার সিদ্দিকুর রহমান শাওন।

দলের কোচ জানালেন দুই-তিনটা ডেলিভারিতে সমস্য হচ্ছে এ স্পিনারের, ‘ওখানে তিনজনের মধ্যে দুজন সফল হয়েছে। শাওনের একটু কাজ করতে হবে। একটু সময় লাগবে, আরকি। ইনশাআল্লাহ অনূর্ধ্ব-১৯ দলে তিনজনই থাকতে পারবে। এখন দুজন আছে। এ দুজন কাজ করে ‍দ্রুত মানিয়ে নিতে পেরেছে। এটা আসলে দীর্ঘ সময়ের ব্যাপার। শাওনের কয়েকটা ডেলিভারিতে সমস্য আছে। আশা করছি ঠিক হয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।