ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গাকারার ব্যাটে ঢাকার চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
সাঙ্গাকারার ব্যাটে ঢাকার চ্যালেঞ্জিং স্কোর ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমার সাঙ্গাকারার অর্ধশতকের সুবাদে রাজশাহী কিংসের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ঢাকা ডায়নামাইটস। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮২।

চট্টগ্রাম থেকে: কুমার সাঙ্গাকারার অর্ধশতকের সুবাদে রাজশাহী কিংসের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ঢাকা ডায়নামাইটস। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮২।

শেষদিকে, সাকিব আল হাসান ১২ বলে ১৮ ও আগের ম্যাচেই ঝড়ো ইনিংস (২২ বলে ৫৩, খুলনার বিপক্ষে) উপহার দেওয়া সিকুজি প্রসন্ন ১৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। আবুল হাসানের করা ২০তম ওভারেই ২২ রান তোলেন সাকিব-প্রসন্ন। দু’জনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে আসে ৪৪ (২৩ বলে)।

ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু এনে দেন মেহেদী ‍মারুফ ও সাঙ্গাকারা। নবম ওভারের মাথায় দলীয় ৭১ রানে আউট হন মারুফ (২৫ বলে ৩৫)। আবুল হাসানের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন।

মোসাদ্দেক হোসেনকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরো ৪৮ রান যোগ করেন সাঙ্গাকারা। ১৫তম ওভারে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে দু’জনকেই ফিরিয়ে রাজশাহীকে ব্রেকথ্রু এনে দেন ফরহাদ রেজা।

মোসাদ্দেক ১৩ ও ৬৬ রানের (৪৬ বল) ইনিংস খেলেন শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস। আউট হওয়ার আগে ব্যক্তিগত ৩১ ও ৪৩ রানে দু’বার জীবন পান সাঙ্গাকারা। প্রথমে সামিত প্যাটেল ও পরে মুমিনুল হক সহজ ক্যাচ হাতছাড়া করেন।

ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলেই ম্যাট কোলসকে (৮) ক্লিন বোল্ড করে ঢাকার চতুর্থ উইকেটের পতন ঘটান পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। জুটি গড়ে আর বিপর্যয়ের সুযোগ দেননি সাকিব ও প্রসন্ন। তাতেই স্কোরবোর্ডে ১৮২ রান তোলে ঢাকা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ঢাকার সামনে প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জও বটে! বিপিএলের এবারের আসরে দ্বিতীয়বার একে অপরের মুখোমুখি হলো দু’দল।

গত ১১ নভেম্বরের ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় রাজশাহী। ঢাকার দেয়া ১৩৯ রানের লক্ষ্যটা ১১ বল হাতে রেখেই টপকে যান স্যামি-সাব্বিররা।

এ ম্যাচ জিতলে রান রেটের হিসেবে খুলনা টাইটান্সকে হটিয়ে ঢাকার শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকবে। দু’দলের নেট রান রেট যথাক্রমে -০.২৩৭, +১.১৭৪। ছয় ম্যাচ শেষে মাহমুদউল্লাহর খুলনার সংগ্রহ ৫ জয় ও ১ হারে ১০। দুই পয়েন্ট পিছিয়ে সাকিবরা।  পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে ছয়ে রাজশাহী।

এদিকে, নিজেদের সবশেষ ম্যাচে দু’দলই হারের স্বাদ পায়। গত ১৯ নভেম্বর খুলনার কাছে ৯ রানে ঢাকা ও রাজশাহীকে ৩২ রানে হারিয়ে স্বস্তি ফেরে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে। এর আগে টানা ম্যাচে হারের বৃত্তে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ঢাকা একাদশ: মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), ম্যাট কোলস, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, সাঞ্জামুল ইসলাম, সিকুজি প্রসন্ন, সোহরাওয়ার্দী শুভ, মোহাম্মদ শহীদ।

রাজশাহী একাদশ: মুমিনুল হক, জুনাইদ সিদ্দিক, সাব্বির রহমান, ওমর আকমল (উইকেটরক্ষক), রকিবুল হাসান, সামিত প্যাটেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, আবুল হাসান, মোহাম্মদ সামি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।