ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫ উইকেটে আফিফের অনন্য রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
৫ উইকেটে আফিফের অনন্য রেকর্ড সতীর্থ উইলিয়ামসের সঙ্গে আফিফ-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফো.কম

বিপিএলে রাজশাহীর বিপক্ষে বল হাতে নেমেই রেকর্ড গড়ে ফেললেন টাইগার অনূর্ধ্ব-১৯ দলের সহ অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজের অভিষিক্ত ম্যাচেই ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশী হিসেবে ৫ ‍ উইকেটের অনন্য এই রেকর্ডের গর্বিত মালিক হলেন ১৭ বছর বয়সী তরুণ।

মিরপুর থেকে: বিপিএলে রাজশাহীর বিপক্ষে বল হাতে নেমেই রেকর্ড গড়ে ফেললেন টাইগার অনূর্ধ্ব-১৯ দলের সহ অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজের অভিষিক্ত ম্যাচেই ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশী হিসেবে ৫ ‍ উইকেটের অনন্য এই রেকর্ডের গর্বিত মালিক হলেন ১৭ বছর বয়সী তরুণ।

তার এই ৫ উইকেটের মধ্যে আছে ব্যাটিং দানব গেইলের উইকেটও। ভাইকিংসদের বিপক্ষ আফিফ ৪ ওভার বল করে রান দিয়েছেন ২১টি।

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) বল হাতে নেমে প্রথম ওভারেই জহুরুল ইসলাম অমিকে ব্যক্তিগত ১৭ রানে ফিরিয়ে প্রথম সফলতা পান এ ডানহাতি অফস্পিনার। এরপর নিজের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৫ রানে বোল্ড করেন ভাইকিংসদের হয়ে খেলতে আসা ক্যারিবীয় সিক্স মেশিন ক্রিস গেইলকে। পরে ৩ রানে জাকির হাসানকে ক্রিজ ছাড়া নিজের তৃতীয় শিকার বানান।

এখানেই থেমে ছিলেন না এই যুবা অফ স্পিনার। ব্যক্তিগত ১ রানে সাকলাইন সজিব ও ০ রানে ইমরান খান জুনিয়রকে প্যাভিলনের পথ দেখিয়ে মেতে উঠেন বাংলাদেশের হয়ে টি টোয়েন্টির অভিষেক ম্যাচেই প্রথমবারের মত পাঁচ উইকেট শিকারীর আনন্দে।  
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ৩ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।