ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে মুখোমুখি কুমিল্লা-রংপুর, ঢাকা-খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
বিপিএলে মুখোমুখি কুমিল্লা-রংপুর, ঢাকা-খুলনা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) রোববার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুরের খেলায় আসর থেকে ইতোমধ্যে বিদায় নেওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। আর শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সন্ধ্যায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স।

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) রোববার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুরের খেলায় আসর থেকে ইতোমধ্যে বিদায় নেওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স।

আর শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সন্ধ্যায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর একটায় খেলবে কুমিল্লা বনাম রংপুর। গতকালের ম্যাচেই রংপুর জয় পায় বরিশাল বুলসের বিপক্ষে। ফলে আসর থেকে কুমিল্লা ও বরিশালের বিদায় ঘটে। আসরের প্রথম থেকেই বাজে খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা শেষ তিন ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয়।

এখন পর্যন্ত ১১ ম্যাচে চার জয় ও সাত হারে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠস্থানে আছে কুমিল্লা। আজই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলবে দু’দল। সমান ম্যাচে ছয় জয় ও পাঁচ হারে ১২ পয়েন্ট পাওয়া রংপুরের জন্য অবশ্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ হারলেই হয়তো প্লে-অফে আর খেলা হবে না নাঈম ইসলামের দলের।

এদিকে একই মাঠে সন্ধ্যা পৌনে ছয়টায় আসরের এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল ঢাকা খেলবে খুলনার বিপক্ষে। সাকিবের ঢাকা ইতোমধ্যে ১১ ম্যাচে আট জয় ও তিন হারে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। তবে মাহমুদুল্লার খুলনার জয় ছাড়া কোনো উপায় নেই। সমান ম্যাচে ছয় জয় ও পাঁচ হারে লিগ টেবিলের পাঁচে রয়েছে তারা। ফলে জয় না পেলে ছিটকে যেতে হবে তাদের।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।