ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের উড়িয়ে সিরিজ নিশ্চিত অজিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
কিউইদের উড়িয়ে সিরিজ নিশ্চিত অজিদের ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ রানের বড় ব্যবধানে জয় নিয়ে ২-০তে লিড নিয়েছে অজিরা। সিরিজ জয় নিশ্চিতের এই ম্যাচে শতক হাঁকান ডেভিড ওয়ার্নার।

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ রানের বড় ব্যবধানে জয় নিয়ে ২-০তে লিড নিয়েছে অজিরা।

সিরিজ জয় নিশ্চিতের এই ম্যাচে শতক হাঁকান ডেভিড ওয়ার্নার।

ক্যানবেরার মানুকা ওভালে আগে ব্যাট করা অজিরা নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৩৭৮ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৪৭.২ ওভারে ২৬২ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।

অজিদের হয়ে ব্যাটিং শুরু করা ডেভিড ওয়ার্নার ১১৫ বলে ১৪টি চার আর একটি ছক্কায় করেন ১১৯ রান। অ্যারন ফিঞ্চ ১৯ রানের বিদায় নিলেও তিন নম্বরে নামা দলপতি স্টিভেন স্মিথ ৭৬ বলে ৬টি চার আর একটি ছক্কায় করেন ৭২ রান। ট্রেভিস হেডের ব্যাট থেকে আসে ৫৭ রান।

এছাড়া, মিচেল মার্শ ব্যাটে ঝড় তুলে করেন অপরাজিত ৭৬ রান। তার ৪০ বলের ইনিংসে ছিল দুটি চার আর সাতটি ছক্কার মার। ১১ রান করেন ম্যাথু ওয়েড।

৩৭৯ রানের বিশাল টার্গেটে নেমে কিউই ওপেনার মার্টিন গাপটিল ৩৩ বলে ৪৫ রান করে শুরুটা ভালোই করেন। আরেক ওপেনার টম ল্যাথাম ৪ রান করে বিদায় নেন। দলপতি কেন উইলিয়ামসন ৮০ বলে ৫টি চার আর দুটি ছক্কায় ৮১ রান করেন। চার নম্বরে নামা জেমস নিশামের ব্যাট থেকে আসে ৭৪ রান। মিডলঅর্ডারে নিশাম-উইলিয়ামসন ভালো করলেও কলিন মুনরো, গ্রান্ডহোম আর ওয়াটলিংরা দলকে টানতে পারেননি। ৪৭.২ ওভারে ২৬২ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

অজিদের হয়ে চারটি উইকেট নেন প্যাট কামিন্স। দুটি করে উইকেট দখল করেন মিচেল স্টার্ক, হ্যাজেলউড আর জেমস ফকনার।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৬ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।