ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের মিশনে মুখোমুখি খুলনা-রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ফাইনালের মিশনে মুখোমুখি খুলনা-রাজশাহী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মাঠে নামছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দু’দল। শক্তির বিচারে কাউকেই খাটো করে দেখার সুযোগ নেই।

ঢাকা: বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মাঠে নামছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দু’দল।

শক্তির বিচারে কাউকেই খাটো করে দেখার সুযোগ নেই।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

এলিমিনেটর ম্যাচে তামিম-গেইলের চিটাগং ভাইকিংসকে বিদায় করে রাজশাহী। ১৪৩ রানের লক্ষ্যে ৯৪ রানে সাত উইকেট হারালেও চিটাগংয়ের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন ড্যারেন স্যামি। ঝড়ো ব্যাটিংয়ে ৫৫ রানে (২৭ বল) অপরাজিত থেকে দলকে কোয়ালিফায়ারে নিয়ে যান ক্যারিবীয় তারকা।

প্রথম কোয়ালিফায়ারে খুলনাকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সরাসরি ফাইনালে পা রাখে সাকিবের ঢাকা। ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে ২২ বল বাকি থাকতেই ৮৬ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহদের ইনিংস।

শিরোপা দৌড়ে টিকে থাকতে তাদের সামনে এখন এলিমিনেটর জয়ী রাজশাহী বাধা। লক্ষ্য পূরণ হলে এবারের আসরে চতুর্থবারের মতো ঢাকা-খুলনা ম্যাচ উপভোগ করবেন দর্শকরা। যেখানে ২-১ ব্যবধানে এগিয়ে খুলনা টাইটান্স। কোয়ালিফায়ার-১ এ মধুর প্রতিশোধ নিলেও রাউন্ড রবিন পর্বের দুই ম্যাচেই হারের স্বাদ পান সাকিবরা।

টুর্নামেন্টে দু’বারের দেখায় খুলনা ও রাজশাহী দু’দলই একবার করে জয় পায়। প্রথম মুখোমুখি লড়াইয়ে (৯ নভেম্বর) ৩ রানের নাটকীয় জয় তুলে নেয় খুলনা। গত ২৬ নভেম্বরের মাচে মাহমুদউল্লাহর দলকে ৯ রানে হারায় স্যামি-সাব্বিরের রাজশাহী। এবার বাঁচা-মরার ফাইনাল নিশ্চিতের চ্যালেঞ্জে শেষ হাসি হাসবে কারা সেটিই এখন দেখার অপেক্ষা!

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।