ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অলরাউন্ড নৈপুন্যে বিপিএল সেরা মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, ডিসেম্বর ৯, ২০১৬
অলরাউন্ড নৈপুন্যে বিপিএল সেরা মাহমুদউল্লাহ ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে বিপিএলের চতুর্থ আসরে ‍টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাতে।

মিরপুর থেকে: ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে বিপিএলের চতুর্থ আসরে ‍টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাতে।

 

 
টুর্নামেন্ট শেষ করার আগে ১৪ ম্যাচে ৩৯৬ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে।

দু’টি অর্ধশতকের সঙ্গে তিনটি চল্লিশোর্ধ্ব তিনটি ইনিংস খেলেন তিনি।  

 

বোলিংয়েও কম যাননি এ ডানহাতি অফস্পিনার। পুরো টুর্নামেন্টে নেন ১০ উইকেট। লিগ পর্বে শেষ ওভারে বল হাতে এসে পর পর দু’টি ম্যাচে ৭ ও ৬ রান ডিফেন্ড করে খুলনাকে নাটকীয় জয় এনে দেন মাহমুদউল্লাহ।

দ্বিতীয় কোয়ালিফায়ার (অলিখিত সেমিফাইনাল) ম্যাচে রাজশাহী কিংসের কাছে হেরে গেলে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় মাহমুদউল্লাহর দলের।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।