ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় জয়-পরাজয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
অস্ট্রেলিয়ায় জয়-পরাজয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় দু’টি প্রস্তুতি ম্যাচ শেষ করলো বাংলাদেশ দল। মাশরাফিদের মিশ্র অভিজ্ঞতাই হলো! বিগ ব্যাশের দুই জায়ান্ট টিম সিডনি সিক্সার্সের বিপক্ষে জয়ের পর বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের কাছে ছয় উইকেটে হেরে গেছে টাইগাররা।

ঢাকা: নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় দু’টি প্রস্তুতি ম্যাচ শেষ করলো বাংলাদেশ দল। মাশরাফিদের মিশ্র অভিজ্ঞতাই হলো! বিগ ব্যাশের দুই জায়ান্ট টিম সিডনি সিক্সার্সের বিপক্ষে জয়ের পর বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের কাছে ছয় উইকেটে হেরে গেছে টাইগাররা।

সিডনির স্পটলেস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে ১২২ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৫ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। শুভাগত হোম ২৫ রান করেন। থান্ডারের হয়ে দু’টি করে উইকেট নেন তরুণ অফস্পিনার অর্জুন নায়ার ও পেসার প্যাট কামিন্স।

১২৩ রানের লক্ষ্যটা সহজেই টপকে যায় সিডনি থান্ডার। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান ৩৩ রানের ইনিংস উপহার দেন। রায়ান গিবসন করেন ২৫। চার উইকেটের মধ্যে তিনটিই রুবেল হোসেনের দখলে। বাকি উইকেটটি নেন কামরুল ইসলাম রাব্বি।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে সাত উইকেটের দাপুটে জয় পায় টাইগাররা। স্বাগতিকদের ১৬৯ রানের জবাবে বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৮৪। যেটা ৬.৪ ওভারেই টপকে যায় সফরকারীরা। মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ (১৩ বল) ও মুশফিকুর রহিম ১৫ (৮ বল) রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

উল্লেখ্য, সিডনিতে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ছাড়বে টিম বাংলাদেশ। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। ২৯ ও ৩১ ডিসেম্বর বাকি দু’টি ওয়ানডে। ৩, ৬ ও ৮ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।