ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রীড়ালেখক সমিতির এজিএম অনুষ্ঠিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ক্রীড়ালেখক সমিতির এজিএম অনুষ্ঠিত ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ২০১৬ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ সভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। 

ঢাকা: বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ২০১৬ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ সভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোস্তফা মামুন। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান।  

আর্থিক হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। সাংগঠনিক সম্পাদক সামন আহমেদ তুলে ধরেন শাখা সমিতির অবস্থা। আলোচনা শেষে রিপোর্ট সমূহ অনুমোদিত হয়।
 
বার্ষিক সাধারণ সভায় ক্রীড়ালেখক সমিতির দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।