ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজের পাশাপাশি রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
সিরিজের পাশাপাশি রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ সিরিজের পাশাপাশি রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ/ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের দলীয় কোনো প্রাপ্তি নেই। হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ম্যাচে মাঠে নেমে আগের দুই ম্যাচের হারের ধারাবাহিকতায় শেষ ওয়ানডেতেও হেরেছে সফরকারীরা। ফলে, ৩-০ ব্যবধানে সিরিজ খুঁইয়ে রেটিং পয়েন্টও হারিয়েছে মাশরাফির দলটি।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি জানিয়েছিল বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ হারলে তাদের রেটিং পয়েন্ট কমে যাবে।

গত দুই বছর দুর্দান্ত খেলা টাইগাররা হোয়াইটওয়াশ এড়াতে না পারায় ওয়ানডের র‌্যাংকিং থেকে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে।

সিরিজ শুরুর আগে টাইগারদের অবস্থান ছিল সাত নম্বরে। রেটিং পয়েন্ট ছিল ৯৫। এখন টাইগারদের রেটিং পয়েন্ট গিয়ে নেমেছে ৯১-এ।

সিরিজ জিততে পারলে বাংলাদেশ আগামী ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতো। সেক্ষেত্রে মাশরাফি বাহিনীর রেটিং পয়েন্ট হতো ১০০। পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে ফেলে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতো টাইগাররা। আর বাংলাদেশের কাছে সিরিজ হারের কারণে তালিকায় পিছিয়ে যেতো নিউজিল্যান্ড।

বাংলাদেশ সিরিজ জিতলে নিজেদের সপ্তম স্থানটি আরও সুসংহত হওয়ার পাশাপাশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পথটা সহজ হয়ে যেতো। তবে, সিরিজ হারলেও ওয়ানডে র‌্যাংকিংয়ে সাত নম্বরেই থাকছে বাংলাদেশ।

আইসিসি অবশ্য এখনও অফিসিয়ালি র‌্যাংকিং ঘোষণা করেনি। তবে, আটে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮৯ ও নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৮৬।

র্যাঙ্কিংয়ে আটে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯। বাংলাদেশের থেকে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি ওয়ানডে খেলবে পাকিস্তান। শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে লাফ দেওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। পাকিস্তানের পর নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৬।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।