ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টির ভেন্যুতে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
টি-টোয়েন্টির ভেন্যুতে টাইগাররা নেপিয়ারে বাংলাদেশ দল/ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ। সফরকারী বাংলাদেশের বিপক্ষে এবার স্বাগতিক নিউজিল্যান্ড খেলবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ খেলে নেলসন পর্ব শেষ করে বাংলাদেশ দল এখন নেপিয়ারে।

রোববার (০১ জানুয়ারি) নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১২টায় ভাড়া করা একটি বিমানে নেলসন ছাড়ে টাইগাররা।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) নেপিয়ারের ম্যাকলিন পার্কে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

ইতোমধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইনজুরিতে থাকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর পরিবার নেলসন থেকে তাদের সঙ্গী হয়েছে বলে জানা যায়। নেপিয়ারে যাচ্ছেন সাকিব আল হাসানের পরিবার।

নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলে ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে সেখানে।

এদিকে, দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আশাবাদী, বাংলাদেশ দল দারুণভাবে ফিরে আসবে। ফিরে আসার সুযোগ রয়েছে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আগামী ০৩ জানুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি ০৬ জানুয়ারি সকাল ৮টায় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ ০৮ জানুয়ারি সকাল ৮টায় শুরু হবে। নেপিয়ারে বাংলাদেশ দল/ছবি: সংগৃহীত
১২ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। আর ২০ জানুয়ারি শেষ টেস্টের মধ্যদিয়ে বাংলাদেশের সফর সমাপ্ত হবে। টেস্ট ম্যাচগুলো বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:
০৩ জানুয়ারি-প্রথম টি-টোয়েন্টি, দুপুর ১২টা-নেপিয়ার
০৬ জানুয়ারি-দ্বিতীয় টি-টোয়েন্টি, সকাল ৮টা-মাউন্ট মঙ্গানুই
০৮ জানুয়ারি-তৃতীয় টি-টোয়েন্টি, সকাল ৮টা-মাউন্ট মঙ্গানুই

প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ০১ জানুয়ারি ২০১৭
এমআরপি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।