ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রীড়া লেখক পুরস্কার পেতে যাচ্ছেন তামিম, রিয়াদ ও কৃষ্ণারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ক্রীড়া লেখক পুরস্কার পেতে যাচ্ছেন তামিম, রিয়াদ ও কৃষ্ণারা পুরস্কার পেতে যাচ্ছেন তামিম-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য ১৯৬৪ সাল থেকে দেশ সেরা ক্রীড়াবিদ, সংস্থা ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে আসছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। গেল ৫৩ বছেরর ধারাবাহিকতায় এবারও দেশসেরা ক্রীড়া ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান ও সংস্থাকে পুরস্কৃত করতে যাচ্ছে দেশের সব চাইতে পুরানো ও ঐতিহ্যবাহী এই সংগঠনটি।

সেই লক্ষ্যে আসছে ৩০ জানুয়ারি বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে ২০১৫ ও ২০১৬ সালের সেরা ক্রীড়াবিদ, কর্মকর্তা, কোচ, সংগঠককে পুরস্কৃত করতে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’র আয়োজন করেছে  বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।

ক্রীড়ালেখক সমিতির জুরি বোর্ডের বিবেচনায় সেরাদের পুরস্কৃত করার পাশাপাশি দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে, যেখানে মনোনিত করা হয়েছে ছয়জনকে।

বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইট www.bspa.com.bd এ বুধবার (৪ জানুয়ারি) থেকে ভোটিং শুরু হয়েছে। এখান থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ পাবেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যা ওই অনুষ্ঠানে তুলে দেয়া হবে।

ক্রীড়া লেখক সমিতির বৈঠক-ছবি-বাংলানিউজিটোয়েন্টিফোর.কমএই উপলক্ষ্যে বুধবার (৪ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, সাবেক সভাপতি ও পুরস্কার বিতরণ কমিটির চেয়ার হাসানুল্লাহ খান রানা, সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনিরুল হোসেন।

বিএসপিএ’র মনোনয়নে ২০১৫ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন:

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনিত তিন)-মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান (ক্রিকেট)
সেরা ক্রিকেটার-মাহমুদউল্লাহ রিয়াদ
সেরা আর্চার-তামিমুল ইসলাম
সেরা দাবাড়ু-মোহাম্মদ ফাহাদ রহমান
উদীয়মান ক্রীদাবিদ-সারোয়ার জামান নিপু (ফুটবল)
সেরা সংগঠক-ইউসুফ আলী
বর্ষসেরা কোচ-সৈয়দ গোলাম জিলানী(ফুটবল)
বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান-ম্যাক্স গ্রুপ
বিশেষ সম্মাননা-আমিনুল হক মনি

২০১৬ সালের পুরস্কারপ্রাপ্তরা:

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনিত তিন)-মাহফুজা খাতুন শিলা (সাঁতার), তামিম ইকবাল (ক্রিকেট) ও আশরাফুল ইসলাম (হকি)
সেরা ক্রিকেটার-তামিম ইকবাল
সেরা ভারোত্তোলক-মাবিয়া আক্তার সীমান্ত
সেরা হকি খেলোয়াড়-আশরাফুল ইসলাম
সেরা শ্যুটার-শাকিল আহমেদ
সেরা ভলিবল খেলোয়া-সাঈদ আল জাবির
উদীয়মান ক্রীড়াবিদ-মেহেদী হাসান মিরাজ
উদীয়মান নারী ক্রীড়াবিদ-কৃষ্ণা রানী সরকার (ফুটবল)
সেরা কোচ-গোলাম রব্বানী ছোটন (ফুটবল)
সেরা সংগঠক-তরফদার মোহাম্মদ রুহুল আমিন
সেরা সংস্থা-বাংলাদেশ নৌবাহিনী

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনিত ছয়):

১. তামিম আকবাল (ক্রিকেট) 
২. মাহফুজা খাতুন শিলা (সাঁতার)
৩. মাহসুদুল্লাহ রিয়াদ (ক্রিকেট)
৪. মোস্তাফিজুর রহমান (ক্রিকেট)
৫. মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন)
৬. আশরাফুল ইসলাম (হকি)

বাংলাদেশসময়: ১৯২৮ ঘণ্টা, ৪ জানুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।