ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দল হিসেবেই খেলতে হবে: সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
দল হিসেবেই খেলতে হবে: সাব্বির সাব্বির রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে টাইগারদের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান জানিয়েছেন, জয় পেতে দলীয় পারফরমেন্সটাই আসল। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে বলেও মনে করেন সাব্বির।

আর সে লক্ষ্যেই বে ওভালের মাঠে নামবে টাইগাররা। লাল-সবুজদের ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৮টায়।

দ্বিতীয় ম্যাচের আগে সংবাদমাধ্যমে সাব্বির জানান, ‘ব্যক্তিগতভাবে আমি নিজেও বড় ইনিংস খেলার চেষ্টা করছি। মানসিক যে দিকগুলো নিয়ে কাজ করার দরকার তা করছি। আশা করি পরের ম্যাচগুলো ভালো খেলব। তবে, দলীয় পারফরমেন্সটাই আসল কথা। দ্বিতীয় ম্যাচে জিততে হলে তিন বিভাগে ভালো করতে হবে। ব্যাটসম্যানরা ২০০ রান তুলেও ম্যাচ জেতাতে পারবে। ফিল্ডাররা দারুণ ফিল্ডিং করেও ম্যাচ জেতাতে পারবে। আবার বোলাররা নিজেদের সেরাটা দিয়েও ম্যাচ জেতাতে পারবে। মোট কথা একটি দল হিসেবেই খেলতে হবে। ’ 

জয় পেতে প্রত্যয়ী টাইগারদের এই তারকা আরও জানান, ‘টি-টোয়েন্টিতে জিততে সব বিভাগেই ভালো করতে হবে। তবে, কন্ডিশনকেও মাথায় রাখতে হবে। আমাদের এখানে মানিয়ে নেওয়ার সমস্যা আর নেই। এখানে আসার আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করেছি। নিউজিল্যান্ডের এক শহর অন্য শহরের মতোই। খুব বেশি পার্থক্য না থাকায় আমাদের সমস্যা হচ্ছে না। ’

সাব্বির আরও যোগ করেন, ‘আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলতে। একটি ম্যাচও জিততে পারিনি বলে এমনটা নয় যে আমরা ভালো খেলতে পারিনা। পরের ম্যাচগুলোর দিকে আমাদের দৃষ্টি আছে। আপাতত পরের দুটি ম্যাচে আমরা আরও বেশি মনোযোগ দিচ্ছি। শেষ দুটি ম্যাচ যেন জিততে পারি। ’

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।