ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মুশফিকের রেকর্ড জুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
সাকিব-মুশফিকের রেকর্ড জুটি সাকিব-মুশফিকের রেকর্ড জুটি/ছবি: সংগৃহীত

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিংয়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দু’জনের তিনশ’ ছাড়ানো পার্টনারশিপ কয়েকটি রেকর্ডের জন্ম দিয়েছে। ৩৫৯-এ থামে তাদের অনবদ্য ইনিংস।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন সাকিব-মুশফিক। ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েসের কীর্তিকে (৩১২, পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের এপ্রিলে)।

নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানের আসিফ ইকবাল ও জাভেদ মিয়াদাদের করা ৪১ বছরের পুরনো রেকর্ডও (২৮১) ভেঙে দিয়েছেন সাকিব-মুশফিক।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের এটিই সর্বোচ্চ রানের পার্টনারশিপ। আগের রেকর্ডটি ছিল জুনাইদ সিদ্দিক ও তামিম ইকবালের (১৬১)।

দুই বছরেরও অধিক সময় পর টেস্টে সেঞ্চুরির দেখা পান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দু’জনেরই এটি চতুর্থ টেস্ট শতক। ৩ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লেখান সাকিব। ইতিহাসের ১৪তম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও দেড়শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন দ্বিতীয় বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।