ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে সাকিব সাকিব আল হাসান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি (২১৭) হাঁকিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে চলে এলেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ২৩ নম্বরে জায়াগা করে নিয়েছেন বিশ্বসেরা এ তারকা। বেসিন রিজার্ভে তার ইনিংসটি ছিল বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

একই ম্যাচে ১৫৯ রান করে ১০ ধাপ এগিয়ে ৩৫তম হয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। যেখানে সাকিবের সঙ্গে তিনি পঞ্চম উইকেট জুটিতে দেশের সর্বোচ্চ ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়েছিলেন।

সাকিব ও মুশফিকের রেটিং পয়েন্ট যথাক্রমে ৬৫৯ ও ৫৭২।

তবে বাংলাদেশিদের মধ্যে ব্যাটিং র‌্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে তামিম ইকবাল। সদ্য শেষ হওয়া টেস্টে একটি হাফসেঞ্চুরি করায় দুই ধাপ এগিয়ে ৬৬৬ পয়েন্ট নিয়ে ২০তম বাঁহাতি এ ওপেনার। আর সমান একটি হাফসেঞ্চুরি করা মুমিনুল হক এক ধাপ এগিয়ে ৬৩৬ পয়েন্ট নিয়ে ২৮তম স্থানে আছেন। তবে  বোলিংয়ে আগের ১৫তম স্থানেই অনড় রয়েছেন সাকিব।

...এদিকে ওয়েলিংটনের দু’দিন আগে জোহার্নেসবার্গে শেষ হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার তিন ম্যাচ টেস্টের শেষ ম্যাচ। লঙ্কানদের হোয়াইটওয়াশ করা সে ম্যাচে সেঞ্চুরির দেখা পান হাশিম আমলা। এ ম্যাচটি ডানহাতি তারকা এ ব্যাটসম্যানের ছিল শততম টেস্ট। যেখানে ইতিহাসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেন তিনি।

আর ২০১৬ সাল বাজে কাটলেও এই একটি সেঞ্চুরিই তাকে বেশ এগিয়ে দিয়েছে। চার ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে ষষ্ঠস্থানে চলে আসেন অভিজ্ঞ এ তারকা। আর পুরো সিরিজে দারুণ বোলিং করে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পৌঁছে যান প্রোটিয়া ফাস্ট বোলার কেগিসো রাবাদা। তিনি তিন ধাপ এগিয়ে পঞ্চমস্থানে এসে পেছনে ফেলেন স্বদেশী তারকা ডেল স্টেইনকে। স্টেইন অবশ্য বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে।

আইসিসি টিম র‌্যাংকিংয়ে কোনো ধরনের পরিবর্তন হয়নি। ওয়েলিংটনে বাংলাদেশ হারলেও কোনো পয়েন্ট খোয়ায়নি। এছাড়া নিউজিল্যান্ডেরও কোনো পয়েন্ট অর্জন হয়নি। তিনে থাকা প্রোটিয়ারা আগের অবস্থানে থাকলেও চার পয়েন্ট অর্জন করেছে। আর শ্রীলঙ্কা চার পয়েন্ট হারিয়েছে।

আইসিসি টিম র‌্যাংকিং:

১. ভারত ১২০
২. অস্ট্রেলিয়া ১০৯
৩. দক্ষিণ আফ্রিকা ১০৭ (+৪)
৪. ইংল্যান্ড ১০১
৫. পাকিস্তান ৯৭
৬. নিউজিল্যান্ড ৯৬
৭. শ্রীলঙ্কা ৯২ (-৪)
৮. ওয়েস্ট ইন্ডিজ ৬৯
৯. বাংলাদেশ ৬৫
১০. জিম্বাবুয়ে ৫

আইসিসি শীর্ষ টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিং:

১. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)   
২. বিরাট কোহলি (ভারত)   
৩. জো রুট (ইংল্যান্ড)          
৪. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) 
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) 
৬. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) 
৭. আজহার আলী (পাকিস্তান) 
৮.ইউনুস খান (পাকিস্তান) 
৯.কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
১০.এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

আইসিসি শীর্ষ টেস্ট বোলার র‌্যাংকিং:

১. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
২. রবীন্দ্র জাদেজা (ভারত)
৩. জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
৪. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
৬. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
৭. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
৮. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)
৯. ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)
১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

আইসিসি শীর্ষ টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিং:

১. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)
৩. রবীন্দ্র জাদেজা (ভারত)
৪. বেন স্টোকস (ইংল্যান্ড)
৫. মঈন আলী (ইংল্যান্ড)

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।