ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

পাকিস্তান দল ‘বেদনাদায়ক’ জানালেন রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
পাকিস্তান দল ‘বেদনাদায়ক’ জানালেন রাজ্জাক আব্দুল রাজ্জাক-ছবি:সংগৃহীত

এক সময় বিশ্ব ক্রিকেটে দাপট দেখানো পাকিস্তান ক্রিকেট দল এখন হুমকির মুখে। ক্রিকেটের প্রতিটি ফরম্যাটেই বাজে পারফর্মের কারণে বেশ পিছিয়ে গেছে দলটি। আর এবার দলটির শঙ্কা জেগেছে আগামী ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে কিনা তারা।

বর্তমানের দলটিকে ‘বেদনাদায়ক’ বলে জানালেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।

এক সাক্ষাতকারে রাজ্জাক জানান, ‘পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা একেবারে নাজুক।

কারণ ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হতে পারে দলটির। একজন পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এমন অবস্থা দেখাটা ‘বেদনাদায়ক’। বিশ্বকাপে তারা সরাসরি খেলবে এমন কোনো নিশ্চয়তাই নেই। যদি তারা সত্যিই সরাসরি খেলতে না পারে, তবে পুরো দলকেই ভুগতে হবে। ’

৮৯ রেটিং নিয়ে আইসিসি ওয়ানডে ৠাংকিংয়ে পাকিস্তান বর্তমানে আট নম্বরে রয়েছে। আর তিন পয়েন্ট পেছনে থেকে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নয় নম্বরে। রাজ্জাক আরও বলেন, ‘আমি আশাকরি আসছে ম্যাচগুলোতে পাকিস্তান জিততে পারবে ও বিশ্বকাপে সরাসরি প্রবেশ করবে। ’

রাজ্জাককে প্রশ্ন করা হয় আন্তর্জাতিক পর্যায়ে কেন পাকিস্তানি ক্রিকেটাররা ভালো করতে পারছে না? জবাবে এ তারকা বলেন, ‘দলটির প্রতিভায় অনেক ঘাটতি রয়েছে। খেলোয়াড়রা মানসিকভাবেও দুর্বল। তবে হ্যাঁ, তারা যদি ইউনিটি ধরে খেলতে পারে তবে অবশ্যই ভালো করবে। ’

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।