ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের আরেকটি পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের আরেকটি পরাজয় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের আরেকটি পরাজয়

দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্তভাবে ছুটে চলা বাংলাদেশ পর পর দুই ম্যাচে হেরেছে। ইংল্যান্ডের পর এবার পাকিস্তানের বিপক্ষে পরাজয় মেনে নিতে হলো বাংলাদেশকে। ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে ১৫১ রানে হেরেছে লাল-সুবজরা।

আসরে নিজেদের প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ।

এরপর দক্ষিণ আফ্রিকা, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়াকেও হারিয়ে দেয় বাংলাদেশ দল। তবে, আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বসে বাংলাদেশ।

কর্নাটকের স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে দলটি ২ উইকেট হারিয়ে তোলে ২৯৫ রান। জবাবে, ৭ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস থামে ১৪৪ রানে।

পাকিস্তানের হয়ে ওপেনার বাদার মুনির ৩২ বলে ১৮টি চার আর দুটি ছক্কায় করেন ৯৩ রান। আরেক ওপেনার রিয়াসাত খান ১০৪ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে নামা মোহাম্মদ জামিল করেন ৭২ রান। আরেক অপরাজিত ব্যাটসম্যান ইসরার হাসান করেন ১১ রান।

বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার আবদুল মালেক ৬১ রানে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দিয়ে বড় স্কোর করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে নজরুল ইসলামের ব্যাট থেকে।

১০ দলের এ টুর্নামেন্টে পয়েন্ট তালিকার সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। লিগ পর্বে এরপর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।