ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশকে হুমকি মানছেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
বাংলাদেশকে হুমকি মানছেন কোহলি ঘরের মাটিতে একমাত্র টেস্টে বাংলাদেশকে সমীহর চোখে দেখছেন কোহলি (বামে)/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ-ভারত বহুল প্রতীক্ষিত টেস্ট শুরু হতে ২৪ ঘণ্টা সময়ও বাকি নেই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতি বেশ সমীহ ঝরেছে বিরাট কোহলির কণ্ঠে। হোম ভেন্যুতেও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ ভাবছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ‘ঐতিহাসিক’ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।

কোহলির কথায়, টাইগারদের মোটেও খাটো করে দেখছে না টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থাধারী ভারত, ‘আমরা বাংলাদেকে কোনো দিক থেকেই হালকাভাবে নিচ্ছি না। ’ ঘরের মাটিতে তারা কতটা অপ্রতিরোধ্য তা আর বলার অপেক্ষা রাখে না! কিন্তু, ভারতীয় ব্যাটিং জিনিয়াসের চোখে কোনো টিমই অজেয় নয়, ‘কোনো দলই অপরাজেয় নয় এবং এখানে সবসময়ই দুই দলেরই পারফর্ম করার ‍সুযোগ থাকে। ’

উল্লেখ্য, এ ম্যাচটিতে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের হোম সিরিজে সফল ব্যবহারের পর বাংলাদেশের বিপক্ষে ভারতের একমাত্র টেস্টেও এ প্রযুক্তি চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

আরও পড়ুন... বাংলাদেশ-ভারত টেস্টেও থাকছে ডিআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।