ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অশ্বিনের প্রিয় শিকার ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
অশ্বিনের প্রিয় শিকার ওয়ার্নার অশ্বিনের প্রিয় শিকার ওয়ার্নার/ছবি: সংগৃহীত

ডেভিড ওয়ার্নারের সামনে মূর্তিমান আতঙ্কের নাম রবিচন্দ্রন অশ্বিন! অস্ট্রেলিয়ান ওপেনারকে যেন পেয়ে বসেন ভারতীয় স্পিন সেনসেশন। ওয়ার্নারকে ১২ টেস্টে ৮ বার সাজঘরে পাঠিয়েছেন অশ্বিন।

সবশেষ চলমান বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ওয়ার্নারকে (৩৩) বোল্ড করেন টেস্টের নাম্বার ওয়ান বোলার। পুনেতে অনুষ্ঠিত চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও তার অফস্পিন ঘূর্ণির শিকার হন অজি ব্যাটিং জিনিয়াস।

সাদা পোশাকে ওয়ার্নারকেই সবচেয়ে বেশিবার আউট করেছেন অশ্বিন। অন্যদিকে, যেকোনো বোলারের বিপক্ষে সবচেয়ে বেশিবার নিজের উইকেট বিসর্জন দিয়েছেন ওয়ার্নার।

দু’জনের বয়সই সমান ৩০। অশ্বিনের এটি ৪৭তম টেস্ট। ওয়ার্নারের ৬২। ওয়ানডে ম্যাচ সংখ্যায় অবশ্য পিছিয়ে অজি তারকা। ১০৫ ও ৯৩। আর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দু’জন খেলেছেন যথাক্রমে ৪৫ ও ৬৩টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।