ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরও দীর্ঘমেয়াদে নিষেধাজ্ঞার সম্মুখীন রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আরও দীর্ঘমেয়াদে নিষেধাজ্ঞার সম্মুখীন রাসেল আরও দীর্ঘমেয়াদে নিষিদ্ধ হতে পারেন আন্দ্রে রাসেল/ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেলের ডোপিং নিষেধাজ্ঞা বেড়ে দুই বছর হতে পারে। জ্যামাইকা অ্যান্টিং-ডোপিং কমিশন (জ্যাডকো) আপিল করায় এমন শঙ্কা জাগছে। ১২ মাসের মধ্যে তিনবার ডোপিং নিয়ম ভঙ্গ করার দায়ে গত জানুয়ারিতে রাসেলকে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

কিংস্টনে স্বাধীন অ্যান্টি-ডোপিং প্যানেল এ রায় দিয়েছিলেন। নিষেধাজ্ঞার মেয়াদ এ বছরের ৩১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত কার্যকর হয়।

নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারেননি ২৮ বছর বয়সী ক্যারিবীয় অলরাউন্ডার। এপ্রিল অনুষ্ঠেয় আইপিএলও মিস করবেন।

রাসেলের আইনজীবী ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেন, আপিল শুনানিতে জ্যাডকো সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার জন্য আবেদন করবে। সফল হলে ক্রিকেটে ফিরতে রাসেলকে হয়তো ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে!

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।