ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্মিথদের বিরুদ্ধে ভারতের অভিযোগের পর প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
স্মিথদের বিরুদ্ধে ভারতের অভিযোগের পর প্রত্যাহার ডিআরএস নেওয়ার সেই মুহূর্তে ড্রেসিংরুমের দিকে চেয়ে আছেন স্মিথ-ছবি:সংগৃহীত

ডিআরএস বিতর্ক থেমে গিয়েও থামলো না ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে । বুধবার আইসিসি জানিয়েছিল, তারা স্টিভ স্মিথ বা বিরাট কোহলি কাউকেই শাস্তি দিচ্ছে না।। কিন্তু বৃহস্পতিবারেই আইসিসিকে ভারতীয় বোর্ড অফিসিয়ালি স্মিথদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিয়েছে। তবে ঘণ্টাখানেক পরই আবার সেই অভিযোগ তুলে নিল বিসিসিআই।

আঙুল তোলা হয়েছে সেই সময় ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান, অজি অধিনায়ক স্মিথ ও পিটার হ্যান্ডসকম্বের দিকে। এদের বিরুদ্ধে অভিযোগ, অন্যায় ভাবে ড্রেসিংরুম থেকে ডিআরএস নিয়ে সাহায্য নিচ্ছিলেন।

এর মধ্যেই আইসিসি যে দ্রুত বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, স্মিথের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে ভীষণই ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড।  

আইসিসি’র সিদ্ধান্তে চটেছেন ভারতের কিংবদন্তি সুনিল গাভাস্কারও। এক টিভি চ্যানেলে তিনি বলেন, ‘ভারতীয় কোনও ক্রিকেটার এর পরে যদি ডিআরএস নেওয়ার সময় ড্রেসিংরুমের সাহায্য চায়, তা হলে কি তাদের শাস্তি দেওয়া হবে? আমি দেখতে চাই, রাঁচিতে বিরাট কোহালি ডিআরএস নেওয়ার সময় ড্রেসিংরুমের দিকে তাকাচ্ছে। দেখবো, ম্যাচ রেফারি আর আইসিসি তখন কী করে। ’

এদিকে এখন মনে হচ্ছে ভারতীয় বোর্ড লিখিত অভিযোগ জানানোয় নিরপেক্ষ বিচারক দিয়ে শুনানি করতে বাধ্য হবে আইসিসি। ভারতীয় বোর্ড প্রমাণ হিসেবে ম্যাচের সেই মুহূর্তের ভিডিও ক্লিপিংসও পাঠিয়েছে আইসিসিকে। ভারতীয় বোর্ডের দাবি, সেই ক্লিপিংসে পরিষ্কারই স্মিথ ড্রেসিংরুমের পরামর্শ চাইছেন বলে প্রমাণ রয়েছে।

স্মিথের বিরুদ্ধে ‘লেভেল টু’ অপরাধ আনা হয়েছে। ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যে এই অভিযোগ দায়ের করতে হয়। জানা গিয়েছে, আইসিসি কোনও পদক্ষেপ না করায় ভারতীয় বোর্ড এবং ক্রিকেটারেরা তো  ক্ষুব্ধ ছিলেনই। তারা আরও রেগে গিয়েছেন, অস্ট্রেলীয়রা ক্রমাগত পাল্টা বিবৃতি দিয়ে যাওয়ায়। পরে অভিযোগ তুলে নিয়ে বিসিসিআই থেকে বলা হয়, ‘বিসিসিআই এই অভিযোগ প্রত্যাহার করলো। আমরা আইসিসির সঙ্গে একমত হয়ে চাই দুই অধিনায়ক রাঁচি টেস্টের আগে একসঙ্গে সাক্ষাত করবে ও ব্যাপারটি চুকিয়ে ফেলবে। ’

এর আগে কোহালি সাংবাদিক সম্মেলনে এসে অভিযোগ করেছিলেন, স্মিথ-রা এই প্রথম নয়, আগেও দু’বার এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। ঘুরিয়ে তিনি প্রতারকই বলে দেন অজি দলকে। সেই বিবৃতি নিয়ে বৃহস্পতিবারও অজি সহকারী কোচ পাল্টা জবাবে বলেন, ‘এটা একেবারেই ভিত্তিহীন অভিযোগ। ’

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।