ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের জবাবে কিউইদের ভালো শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
প্রোটিয়াদের জবাবে কিউইদের ভালো শুরু ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের জবাবে শুরুটা ভালো করেছে নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান করেছে কিউইরা। তবে এখনও তারা ২৪৭ রানে পিছিয়ে আছে। এর আগে প্রোটিয়ারা নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রান সবকটি উইকেট হারায়।

হ্যামিল্টনে প্রথম দিন ১২৩ রানে চার উইকেট হারিয়ে মাঠ ছাড়ে দ.আফ্রিকা। বৃষ্টির কারণে মাত্র ৪১ ওভার খেলা হয়।

তবে দ্বিতীয় দিন কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে ভালো সংগ্রহ পায় সফরকারীরা। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে আউট হন ডি কক।

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট পান ম্যাট হেনরি। তিনটি উইকেট তুলে নেন নিল ওয়াগনার।

জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ খেলেন স্বাগতিক দুই ওপেনার টম ল্যাথাম ও জিত রাভাল। ল্যাথাম ৪২ ও রাভাল ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।