ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবিতে তারকা ক্রিকেটারদের হাট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
বিসিবিতে তারকা ক্রিকেটারদের হাট ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একবার ভাবুনতো, একপাশে ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন দীর্ঘদেহী মারকুটে ব্যাটসম্যান আকরাম খান অন্যদিকে বল হাতে পিচে এক সময়ের ত্রাশ জাগানো তালহা জোবায়ের। কে জিতবেন? এ যাত্রায় হেরে গেলেন আকরাম খান।

লাল দলের অধিনায়ক ছিলেন আকরাম। ব্যাট হাতে এনামুল হক মনির সবুজ দলের পাহাড়সম রানের চাপে দমে গেলেন।

সবুজ দলের কাছে যেন আত্মসমর্পন করলেন।

রোববার (২৬ মার্চ) বিসিবির একাডেমি মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে বিসিবি। সাবেক তারকা ক্রিকেটারদের লাল ও সবুজ দু’দলে বিভক্ত করে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতি বছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যাচের আয়োজন করে থাকে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কমক্রিকেট ছাড়িয়ে যেন সাবেক তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছে বিসিবি প্রাঙ্গন। মাঠের সবুজ ঘাসও যেন তাদের আবহনী বার্তায় জেগে উকি দিচ্ছে। চার-ছয়ে দু'দলের খেলোয়াড়রাই যেন মেতে উঠছেন উল্লাসে। একে অন্যকে টিপ্পনী দিতেও যেন অন্যরকম দৃশ্য।

প্রদর্শনী ম্যাচ হলেও ফলাফলও নজর এড়াবে না। তুলনামূলক তরুণ দল এনামুল হক মনির সবুজ দল। অন্যদিকে পাইলট, রফিক, বিদ্যুতের অনুপস্থিতে একটু প্রবীন দল আকরাম খানের লাল দল। ম্যাচের পার্থক্য তাই স্পষ্ট।

সবুজ দলের কাছে ৯৪ রানের বিশাল ব্যবধান হেরেছে লাল দল। লাল দলের পর্বতসম ২৬৬ রানের টার্গেটে খেলতে নামে আকরাম বাহিনী। ১৭১ রানেই থেমে যায় তাদের ইনিংস।

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কমবড় পার্থক্য গড়ে দিয়েছে বিজয়ী সবুজ দলের হারুনুর রশিদ লিটন। টি-২০ ম্যাচে মাত্র ৫০ বলে করেছেন দর্শনীয় ১১৯ রান। ১০ টি ছয় ও ১১ টি চার হাঁকিয়েছেন তিনি। এর স্বীকৃতিতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গিয়েছে তার দখলে।

অন্যদিকে লাল দলের সামনে অজেয় টার্গেট। চাপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭১ রানে অল আউট আকরামের দল।

তবে ক্রিকেট ছাড়িয়ে এই ম্যাচ মুক্তিযুদ্ধে আত্মত্যাগের সম্মানে তা স্মরণ করিয়ে দিলেন মুক্তিযুদ্ধে শহীদের সন্তান মিনহাজুল আবেদিন নান্নু, ‘এ দিনে তাদের স্মরণ করি। যারা বাংলাদশের জন্য মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন।

বাংলাদেশ লাল দলের খেলোয়াড়: জাভেদ ওমর বেলিম, আকরাম খান, মুশফিকুর রহমান, মিনহাজুল আবেদিন নান্নু, গোলাম নওশের প্রিন্স, জামাল উদ্দিন বাবু, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, হাসানুজ্জামান, শফিউদ্দিন বাবু, মাহমুদুল হাসান রানা।

বাংলাদেশ সবুজ দলের খেলোয়াড়: মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, জাহাঙ্গীর আলম, এহসানুল হক সেজান, রফিকুল ইসলাম, নিয়ামুর রশিদ রাহুল, হারুনুর রশিদ লিটন, এনামুল হক মনি, মো. সেলিম, সাইফুল্লাহ খান জেম, আনিসুর রহমান, আলমগীর কবির, তালহা জুবায়ের, ফয়সাল হোসেন ডিকেন্স।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।