ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলকে ওয়ানডেতে ‘সুযোগ’ দিতেই...

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
মুমিনুলকে ওয়ানডেতে ‘সুযোগ’ দিতেই... ইমাজিং টিমস এশিয়া কাপ টুর্নামেন্টে হংকংয়ের বিরুদ্ধে ব্যাট করছেন মুমিনুল। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে: টেস্টে নিয়মিত হলেও ওয়ানডেতে বিবেচনায় নেই দুই বছরেরও বেশি সময় ধরে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু টেস্টের সেই মুমিনুল ইমাজিং টিমস এশিয়া কাপ টুর্নামেন্টে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে।

সোমবার (২৭ মার্চ) হংকংয়ের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

অন্যান্য প্রশ্নের পাশাপাশি স্বাভাবিকভাবে নান্নুর প্রতি এই প্রশ্নটা ছিল।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘মুমিনুল টেস্টে নিয়মিত খেলছে। ওয়ানডেতেও একটা সময় নিয়মিত ছিল। কিন্তু মাঝখানে বাদ পড়েছে। মুমিনুলকে নিয়ে আমরা ওয়ানডেতেও চিন্তা করছি। তাই সে ভালো খেলে যেন কামব্যাক করতে পারে সেজন্যই এই টুর্নামেন্টে খেলানো। এখানে অধিনায়ক মুমিনুলকে চাই না। পারফরমার মুমিনুলকে চাই। ’

‘আমরা এখন ব্যাক টু ব্যাক সিরিজ খেলছি। আল্লাহ না করুক-কেউ হঠাৎ করে ইনজুরিতে পড়ে গেলে তাদের পরিবর্তে খেলাতে ব্যাকআপ খেলোয়াড় রাখা জরুরি’-যোগ করেন নান্নু।

প্রধান নির্বাচক কথা বলেন অনেকদিন ধরে দলে অনিয়মিত নাসির হোসাইনকে নিয়েও। নাসির ইমার্জিং টিমস এশিয়া কাপে মুমিনুলের ডেপুটি।

নান্নু বলেন, ‘নাসিরও একটা সময় জাতীয় দলে নিয়মিত ছিল। কিন্তু পারফরম্যান্সের কারণে বাদ পড়ে গেছে। আশা করবো এই ধরনের টুর্নামেন্টগুলোতে ভালো খেলে সেও কামব্যাক করবে। ’

নেপালকে হালকাভাবে না নিয়ে বেশ সিরিয়াসভাবেই নিচ্ছে বাংলাদেশ। নান্নুর কথাতেই তা বোঝা গেল। মঙ্গলবার তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

নান্নু বলেন, ‘নেপালকে হালকাভাবে নেওয়ার কিছু নেই।  আমাদের সময় বাংলাদেশ আইসিসির সহযোগী দেশ থাকলেও অতো ম্যাচ পেত না। কিন্তু সহযোগী দেশ হলেও নেপাল এখন অনেক ম্যাচ খেলছে। তাই তাদের বিপক্ষে প্রস্তুত হয়েই মাঠে নামবো। ’

এই টুর্নামেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের নতুন তারকা মেহেদি হাসান মিরাজেরও। কিন্তু আকষ্মিকভাবে জাতীয় দলের ওয়ানডেতে ডাক পাওয়ায় তিনি এখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন।

নান্নু বলেন, ‘আমাদের কাছে জাতীয় দল আগে প্রাধান্য পাবে। তাই মিরাজকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। তার মতো বোলার তো এখানে পাবো না। যারা আছে তাদের নিয়েই খেলতে হবে। তবে যারা খেলছে তারাও বেশ ভালো বোলার। ’

এই টুর্নামেন্ট থেকে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার পাবেন বলে আশা রাখেন বাংলাদেশের সাবেক এই তারকা ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।