ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

নির্ধারিত সময়েই গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ক্রিকেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, মার্চ ২৯, ২০১৭
নির্ধারিত সময়েই গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ক্রিকেট গত মৌসুমের তারকারা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সিসিডিএম কর্তৃক পূর্ব ঘোষিত তারিখ ৭ এপ্রিল থেকেই দেশের তিনটি ভেন্যুতে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সব চাইতে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। নির্ধারিত সময়ে লিগ আদৌ মাঠে গড়াবে কি না, সে বিষয়টি নিয়ে সম্প্রতি গুঞ্জন সৃষ্টি হলেও তা উড়িয়ে দিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের ইনচার্জ মহিউদ্দিন বিল্লাহ।

বুধবার (২৯ মার্চ) মিরপুর সিসিডিএম কার্যালয়ে এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, ‘৭ এপ্রিল প্রিমিয়ার লিগ ‍শুরু হওয়ার কথা ছিল ওই দিনই হবে। লিগ পেছানোর কোন চিন্তা ভাবনা আপাতত আমাদের নেই।

এদিকে লিগ সামনে রেখে মাঠ প্রস্তুতসহ সব ধরনের প্রস্তুতি বেশ জোরেসোরে এগিয়ে চলছে বলেও জানান মহিউদ্দিন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। বিকেএসপির তিন ও চার নাম্বার মাঠ ও ফতুল্লাহ ইনার স্টেডিয়ামের কাজ চলছে। প্রস্তুতি নিয়ে আমাদের কোন সমস্যা নেই। আমরা সাত এপ্রিলের লক্ষ্য নিয়েই কাজ করছি। ’

লিগের সূচি প্রস্তুত হয়েছে কিনা? গণমাধ্যমর এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিলো, ‘ফিকশ্চার দুই দিন আগে দেয়া হবে। নিয়মানুযায়ী লিগ শুরুর ৪৮ ঘণ্টা আগে আমরা ক্লাবগুলোকে সূচি দিয়ে থাকি। ’

যেহেতু ঝড় বৃষ্টির মৌসুমে প্রিমিয়ার লিগ চলবে সেহেতু গত বছরের অনুরুপ এবারও থাকছে রিজার্ভ ডে। ‘রিজার্ভ ডে থাকছে প্রথম থেকে শেষ পর্যন্ত। ম্যাচ চলাকালীন বৃষ্টি হলে প্রতিটি ম্যাচই বডিলি শিফট হবে। যেমন বৃষ্টির কারণে আজকের ম্যাচ হল না এ খেলাটা পরের দিন হবে। যে অবস্থায় শেষ হবে ওই অবস্থায়। তবে আমাদের নিয়মানুযায়ী ২০ ওভার খেলা হলে সেই ম্যাচের রেজাল্ট হয়ে যাবে। এর নিচে হলে পরের দিন ওখান থেকেই শুরু হবে। ’

১২টি ক্লাবের অংশগ্রহনে আগামী ৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। বিকেএসপির দুটি ভেন্যুসহ ফতুল্লায় অনুষ্ঠিত হবে সবগুলো খেলা। লিগে প্রতি দলে তিনজন পুলের খেলোয়াড়ের পাশাপাশি একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ক্লাবগুলো।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।