ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

রাবি: মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে পুনরায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নড়াইল জেলা সমিতি।

রোববার (০৯ র্মাচ) দুপুরে বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নড়াইল জেলা সমিতি আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট দল যখনই ভাল কিছু করেছে, তা সম্ভব হয়েছে মাশরাফির নেতৃত্বে।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাশরাফিকে কৌশলে বাদ দেওয়ার পরিকল্পনা করছে, যা মেনে নেওয়া যায় না।

তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে সফলতার দারপ্রান্তে নিয়ে যেতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে মাশরাফির বিকল্প নেই।

এসময় বক্তারা অবিলম্বে মাশরাফিকে পুনরায় টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেনের সঞ্চালনা মানববন্ধনে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অপূর্ব সরকার। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টাা, ৯ এপ্রিল, ২০১৭
আরএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।