ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলে গুরুত্ব পাচ্ছেন পেসাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
দলে গুরুত্ব পাচ্ছেন পেসাররা বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিকেএসপি থেকে: স্বাগতিক আয়ারল্যান্ড, সফরকারী বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে মে মাসে ডাবলিনে বসছে ত্রিদেশীয় সিরিজের আসর। জুনে ইংল্যান্ডে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আর আসন্ন এই দুই আসরে টাইগার দলে পেস বোলারদের গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বুধবার (১২ এপ্রিল) বিকেএসপিতে তিনি এসব কথাই তুলে ধরেন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড দলে পেসারদের প্রয়োজনীতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু ইংলিশ কন্ডিশন সিমিং কন্ডিশনে হয়, সেই বিবেচনায় আমরা পেস বোলারদের দিকেই নজর দিচ্ছি।

এদিকে, টাইগারদের এই দুই আসরকে সামনে রেখে ১৯ এপ্রিল ১৫ সদস্যের মূল দল ঘোষণার কথাও জানান তিনি। আর এই ১৫ সদস্যের সাথে থাকছে অতিরিক্ত আরও তিনজন প্লেয়ার।

‘১৯ তারিখে আমরা ১৫ জনের মূল স্কোয়াড ঘোষণা করবো। অতিরিক্ত তিনজন খেলোয়াড়ের কথাও আমরা ভাবছি। যেহেতু লম্বা সফর, প্রস্তুতি ক্যাম্প আছে। তাই ওদেরও প্রস্তুত রাখা হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।