বেল বদলাতে হলে বদল করতে হবে আইনের। দুটো সংস্থা এমন বেল বানানোর কথা জানিয়েছে যেটা থেকে আর ক্ষতিগ্রস্থ হবেন না উইকেটরক্ষকরা।
যুক্তরাজ্যের সংস্থা যে নমুনা দিয়েছে তাতে থাকবে যাতে বেলের মধ্যে দুটো ফুটো থাকবে। যে অফ ও লেগ স্টাম্পের সঙ্গে লাগোনো থাকবে। এর সঙ্গে থাকবে হালকা কাপড় দিয়ে আটকানো একটি বল। আর সেই বেল স্টাম্প থেকে ছিটকে তিন ইঞ্চির বেশি যাবে না। অতীতে বার বার দেখা গিয়েছে উইকেটরক্ষকরা বেলের আঘাতে দৃষ্টি হারিয়েছেন।
২০১২’র ঘটনা। ইংল্যান্ড সফরে গিয়ে বেলের আঘাতে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকর মার্ক বাউচারের বাঁ চোখে আঘাত লাগে। এর পর দীর্ঘ অস্ত্রোপচারও হয়। কিন্তু খেলায় ফিরতে পারেননি। অবসর নিতে বাধ্য হন। ভারতের হয়ে খেলা উইকেটরক্ষক সাবা করিমেরও ক্রিকেট জীবন শেষ হয়ে গিয়েছিল একইভাবে ডান চোখে বেলের আঘাত লেগে। অনিল কুম্বলের বল ছিল। মহেন্দ্র সিংহ ধোনিও বাদ জাননি বেলের আঘাত থেকে। বেল বদলালে যদি বেঁচে যায় উইকেটরক্ষকদের চোখ তাহলে মন্দ কী। সেই পথেই হাঁটতে চাইছে এমসিসি।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমএমএস