ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

জুনায়েদ, সানির পর উজ্জ্বল ইমতিয়াজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, এপ্রিল ১৭, ২০১৭
জুনায়েদ, সানির পর উজ্জ্বল ইমতিয়াজ জুনায়েদ, সানির পর উজ্জ্বল ইমতিয়াজ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর। নিজেদের প্রথম ম্যাচে পারটেক্সের বিপক্ষে ৭৮ রানের জয় তুলে নিয়েছিল প্রাইম দোলেশ্বর।

ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জাতীয় দল থেকে উপেক্ষিত ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। আর বল হাতে নিজেকে আবারো প্রমাণ করেছেন স্পিনার আরাফাত সানি।

তবে, দিনের শেষে সব আলো নিজের দিকে টেনেছেন প্রাইম দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হন তিনি। তার ব্যাটে ভর করেই জয় তুলে নেয় দোলেশ্বর।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সোমবার (১৭ এপ্রিল) ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আগে ব্যাট করে ব্রাদার্স ইউনিয়ন নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৪৬ রান। জবাবে, ৪৮.৩ ওভার ব্যাট করে জয়ের বন্দরে পৌঁছায় ৬ উইকেট হারানো প্রাইম দোলেশ্বর।

ব্রাদার্সের হয়ে দলের ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী ওপেনিং জুটিতেই তুলে নেন ১১৩ রান। মিজানুর ৮০ বলে ৫৬ রান করে বিদায় নেন। জুনায়েদ সিদ্দিকী করেন ইনিংস সর্বোচ্চ ৮৭ রান। তার ১১৫ বলের ইনিংসে ছিল ৫টি চার আর একটি ছক্কার মার। জুনায়েদ আগের ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে করেছিলেন ২১ রান।

মাইশুকুর রহমানের ব্যাট থেকে আসে ৪৭ রান। ১১ রানে সাজঘরে ফেরেন দলপতি অলোক কাপালি। উইকেটরক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষ করেন ১৩ রান।

এদিকে, বল হাতে নিজেকে আবারো প্রমাণ করেছেন আরাফাত সানি। আগের ম্যাচে পারটেক্সের বিপক্ষে ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেওয়ার পর এই ম্যাচে নিয়েছেন আরও ৪ উইকেট। ১০ ওভার বল করে খরচ করেন ৪৫ রান। দুটি করে উইকেট তুলে নেন শরীফুল্লাহ এবং মোহাম্মদ আনামুল।

২৪৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইমতিয়াজ হোসেন করেন ৯৯ রান। তার ১৪৩ বলের ইনিংসে ছিল ৯টি চার আর দুটি ছক্কার মার। আরেক ওপেনার আবদুল মজিদ ৪৫ রানে সাজঘরে ফেরেন। ওপেনিং জুটিতে আসে ৮৭ রান। তিন নম্বরে নামা শাহরিয়ার নাফিস ১৬ রানে বিদায় নেন।

পিন্টু ঘোষ ২২, মার্শাল আইয়ুব ৩৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। দলপতি ফরহাদ রেজা ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ব্রাদার্সের হয়ে তিনটি উইকেট পান নুর আলম সাদ্দাম।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।