ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মুশফিকের সেঞ্চুরি, সৌম্যর ব্যাটেও ঝড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫০, মে ২, ২০১৭
মুশফিকের সেঞ্চুরি, সৌম্যর ব্যাটেও ঝড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলনটা দারুণ হয়েছে বাংলাদেশের। ডিউক অব নরফোকের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান তোলে বাংলাদেশ। জবাবে, ব্যাটিংয়ে নেমে ডিউক অব নরফোক ১৮ ওভারে বিনা উইকেটে ১০১ রান তোলার পরই বৃষ্টি নামে। পরে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

সাসেক্সের প্রথা অনুযায়ী সফরকারী দলগুলো এখানে একটি প্রীতি ম্যাচ খেলে এই দলের সঙ্গে। আরানডেল ক্যাসেলের এই প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন মাশরাফির পরিবর্তে টাইগারদের নেতৃত্ব দেওয়া মুশফিকুর রহিম।

রান পেয়েছেন ওপেনার সৌম্য সরকারও।

তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান খেলেননি এই ম্যাচে।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মুশফিক। ৯৮ বলের ঝড়ো ইনিংসে হাঁকিয়েছেন ১৪টি চার ও একটি ছক্কা। সৌম্যর ব্যাট থেকে আসে ৭৩ রান। ৬৪ বলে সৌম্যর সাজানো ৭৩ রানের ইনিংসটি ৭টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। আরেক ওপেনার ইমরুল কায়েস ৪০ বলে ৭টি চারে ৪৪ রান করে বিদায় নেন। উদ্বোধনী জুটিতে আসে ৭৩ রান।

নাসিরের ব্যাট থেকে আসে ২৬ রান। তার ৩০ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারির মার। মিরাজ ৩৪ বলে করেন ৩১ রান। দুই অঙ্কের ঘরে যেতে পারেননি সাব্বির রহমান আর মাহমুদুল্লাহ রিয়াদ।

৪৬ রানে ৩ উইকেট নেন জেমস কির্টলি।

আগামী ৫ মে হোভে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাসেক্স একাদশ।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ০২ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ