শনিবার (২০মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নতুন ভেন্যু হিসেবে সিলেটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা, চট্টগ্রামের পর এবারই প্রথমবারের মতো সিলেটে খেলা অনুষ্ঠিত হবে। ’
তবে শুধু ভেন্যুই নয়, এবারের বিপিএল দিয়ে আবার টুর্নামেন্টে ফিরছে সিলেট।
তিনি জানান, ‘গত আসরে সিলেটকে রেখেছিলাম যাতে ভালো কাউকে দিয়ে পরিচালনা করা যায়। অর্থমন্ত্রী সিলেটের দায়িত্ব নিজে নিয়েছেন। আমরা আশা করি গুণগত মানসম্পন্ন একটি দল হিসেবেই সিলেট বিপিএলে অংশ নেবে। ’
কিন্তু কোন প্রতিষ্ঠান সিলেটের দায়িত্ব নিচ্ছে সে বিষয়ে সোহেল স্পষ্ট করে কিছু বলতে পারেননি।
উল্লেখ্য, বিপিএলের আসরে প্লেয়ারদের বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত আসরে অংশ নিতে পারেনি সিলেট।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২০ মে ২০১৭
এইচএল/এমআরপি