ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মে ২২, ২০১৭
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মোস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন টাইগারদের পেসার মোস্তাফিজুর রহমান। ওয়ানডেতে ১৮তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি এ পেসার।  এটি তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং।

সোমবার (২২ মে) দুপুরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে।

এদিকে, শীর্ষ দশে রয়েছেন টাইগার স্পিনার সাকিব আল হাসান।

১৫ নম্বরে টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ বর্তমানে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে অবস্থান করছে। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে বল করার সুযোগ হয়নি মোস্তাফিজের। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৩৩ রান খরচায় তুলে নেন ২টি উইকেট। আর নিজেদের তৃতীয় ম্যাচে কাটার মাস্টার মোস্তাফিজ গুড়িয়ে দেন আইরিশদের ব্যাটিং ইনিংস। ‍তুলে নেন চারটি উইকেট। দুর্দান্ত এই সাফল্য তাকে র‌্যাংকিংয়ে উপরের দিকে তুলে দেয়। ১৩ ধাপ এগিয়ে চলে আসেন শীর্ষ ২০-এ। অবস্থান নেন ১৮-তে।

শীর্ষ দশে রয়েছেন যথাক্রমে ইমরান তাহির, মিচেল স্টার্ক, সুনীল নারাইন, ট্রেন্ট বোল্ট, কেগিসো রাবাদা, জস হ্যাজেলউড, ক্রিস ওকস, মোহাম্মদ নবী, ম্যাট হেনরি আর সাকিব।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ২২ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।