ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের যত্ন নিতে বললেন ওয়ার্নার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
মোস্তাফিজের যত্ন নিতে বললেন ওয়ার্নার ডেভিড ওয়ার্নার

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আরও সতর্ক হাতে তদারকির পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

ক্রিকেটের তিন ফর্মেটেই মোস্তাফিজকে স্ট্রাইক বোলারের দায়িত্ব না দিয়ে প্রয়োজনী অনুযায়ী তাকে সঠিকভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।

ডেভিড ওয়ার্নার বলেন, আমার মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ওর প্রতি যত্নশীল হওয়া উচিৎ।

দলের স্ট্রাইক বোলার হিসেবে ও একই সাথে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলছে। বিষয়টি মনিটর করা উচিত। ফর্মেটের গুরুত্ব বিবেচনা করে ওর সাথে টিম ম্যানেজমেন্টর কথা বলা উচিত।

বুধবার (৬ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

আইপিএলে মোস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নার। সেই সুবাদে খুব কাছ থেকে সতীর্থ মোস্তাফিজকে দেখেছেন তিনি। ওয়ার্নার জানেন কত প্রতিভাবান মোস্তাফিজ, কতটা ভয়ংকর ও বিপজ্জনক তার বোলিং।

মোস্তাফিজ সম্পর্কে তাই সংবাদ সম্মেলনে প্রশংসা না করে পারলেন না ওয়ার্নার। তিনি বলেন, “মোস্তাফিজ দারুণ এক বোলার। আমরা এক সাথে লম্বা একটি সময় খেলেছি। ও ভীষণ ট্যালেন্টেড ও ব্যতিক্রমধর্মী একজন বোলার। ”

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।