ক্রিকেটের তিন ফর্মেটেই মোস্তাফিজকে স্ট্রাইক বোলারের দায়িত্ব না দিয়ে প্রয়োজনী অনুযায়ী তাকে সঠিকভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
ডেভিড ওয়ার্নার বলেন, আমার মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ওর প্রতি যত্নশীল হওয়া উচিৎ।
বুধবার (৬ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আইপিএলে মোস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নার। সেই সুবাদে খুব কাছ থেকে সতীর্থ মোস্তাফিজকে দেখেছেন তিনি। ওয়ার্নার জানেন কত প্রতিভাবান মোস্তাফিজ, কতটা ভয়ংকর ও বিপজ্জনক তার বোলিং।
মোস্তাফিজ সম্পর্কে তাই সংবাদ সম্মেলনে প্রশংসা না করে পারলেন না ওয়ার্নার। তিনি বলেন, “মোস্তাফিজ দারুণ এক বোলার। আমরা এক সাথে লম্বা একটি সময় খেলেছি। ও ভীষণ ট্যালেন্টেড ও ব্যতিক্রমধর্মী একজন বোলার। ”
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এইচএল/এমজেএফ