দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেললো অজিরা। দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
পরিণত বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার আগ্রহ লুকাতে পারেননি স্মিথ, ‘ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে পারাটা দারুণ হবে। ১১ বছর পর টেস্ট সিরিজ দীর্ঘ সময়। আমি মনে করি তারা এখানে যেভাবে খেলেছে তা অসাধারণ। তারা আমাদেরকে প্রথম টেস্টে হারিয়েছে এবং এখানেও (চট্টগ্রাম টেস্ট) চ্যালেঞ্জ জানিয়েছে। যদি আমরা তাদের বিপক্ষে খেলার আরেকটি সুযোগ পায়, সেটি হবে গ্রেট। ’
বাংলাদেশ সফর শেষে স্মিথদের সামনে এখন ভারতের মাটিতে সীমিত ওভারের (৫ ওয়ানডে ও ৩ টি-২০) চ্যালেঞ্জ। অন্যদিকে, অস্ট্রেলিয়া সিরিজের আত্মবিশ্বাস নিয়ে এ মাসেই দক্ষিণ আফ্রিকা (২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-২০) যাবে লাল-সবুজের জার্সিধারীরা।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম