সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে শ্রীলঙ্কাকে প্রতিটি ফরমেটে হোয়াইটওয়াশ করেছে ভারত। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ফরমেটের প্রতিটি ম্যাচ মিলিয়ে ভারতের পক্ষে খেলার ফল ৯-০।
শেষ ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়কের সঙ্গে উপস্থিত ছিলেন অফিসিয়াল প্রেজেন্টার মুরালি কার্তিক, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এবং টস রিপ্রেজেন্টেটিভ গৌতম। লঙ্কান দলপতি উপুল থারাঙ্গা টসের কয়েন তুললে ‘হেড’ কল করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ রেফারি পাইক্রফ্ট জানান ‘টেল’ পড়েছে। শ্রীলঙ্কা অধিনায়কের দিকে আঙুল দিয়ে ইঙ্গিতও করেন তিনি। কিন্তু কোহলিকে টসের বিজয়ী ঘোষণা করেন মুরালি কার্তিক। সঙ্গে সঙ্গে মাইক্রোফোন ধরে কোহলির থেকে তার সিদ্ধান্তের কথাও জেনে নেন। পরে, স্বাগতিক দলপতি থারাঙ্গার সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেছিলেন, টস জিতলে তিনিও ভারতের মতো ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন।
টসের ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট মুরালির ভুল বুঝতে পেরে বাঁধা দিতে যাচ্ছেন। কিন্তু, কে শোনে কার কথা! এরপর অবস্থা বেগতিক দেখে ম্যাচ রেফারি আর আগে বাড়েননি। ক্রিকেটমহলে অবশ্য ম্যাচ রেফারির এই আচরণের সমালোচনা শুরু হয়েছে। কার্তিকের সমালোচনাও থেমে নেই। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা সাত উইকেট হারিয়ে তোলে ১৭০ রান। জবাবে চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। কোহলির আগে টস নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেবারও ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ২০১১ সালের ২ এপ্রিল ওয়াংখেড়েতে ভারত-শ্রীলঙ্কার বিশ্বকাপ ফাইনালে ঘটেছিল ঠিক এমনই কাণ্ড। মুম্বাইয়ে সেদিন ৩৩ হাজার দর্শকের আওয়াজে টসের সময় প্রথমবার শ্রীলঙ্কান অধিনায়ক সাঙ্গাকারার সিদ্ধান্তই শুনতে পাননি ম্যাচ রেফারি। এরপর ফের কয়েন ঘুড়িয়ে টস করেন ধোনি। দ্বিতীয়বার টস জিতে ব্যাটিং নেন সাঙ্গাকারা। দু’বার টস হয়েছিল সেদিন।
ভিডিও
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি