ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাটার মাস্টারের ‘ফিরে আসা’ পারফর্মে খুশি ওয়ালশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
কাটার মাস্টারের ‘ফিরে আসা’ পারফর্মে খুশি ওয়ালশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টাইগারদের বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজ তথা বিশ্বের কিংবদন্তিদের একজন কোর্টনি ওয়ালশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ‘বিশেষ ক্লাস’ নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। নিজের চেনা ছন্দে ফিরতে না পারলেও মোস্তাফিজের ‘ফিরে আসা’ পারফর্মে বেজায় খুশি ওয়ালশ।

টেস্ট ক্রিকেটে ৫ শতাধিক উইকেট শিকারি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়ালশকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা বোলারদের একজন বলে মনে করা হয়। কিন্তু, তার কোচিংয়ের দ্বারা বাংলাদেশের পেসাররা কতটাই বা উপকৃত হচ্ছে?

২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ।

২০১৫ সালে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নিয়ে ভারতকে প্রায় একাই ধসিয়ে দিয়েছিলেন যেই মোস্তাফিজ, সেই টাইগার পেসারই আইপিএলের আসরে প্রথমবার অংশ নিয়ে নাড়িয়ে দিয়েছিলেন বিশ্ব ক্রিকেটকে। অথচ, ওয়ালশ যোগ দেওয়ার পর মোস্তাফিজ তো না-ই, ৫ উইকেটের দেখা পাননি কোনো বোলার। এইতো ক’দিন আগেও উইকেটে গতির ঝড় না তুললেও মোস্তাফিজের বল মোকাবেলা করতে গিয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যানেরও গলা শুকিয়ে যেত। তাহলে, ওয়ালশের ক্লাস করেও কেন হারিয়ে গিয়েছিলেন কাটার মাস্টার? এমন সমালোচনা ছিল অনেকের মুখেই। টেস্ট ক্রিকেটে প্রথম পাঁচশ উইকেট শিকারি ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ওয়ালশ মোস্তাফিজকে নিয়ে বসে ছিলেন না।

সমালোচনাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন এই ক্যারিবীয়ান। মোস্তাফিজকে এককভাবে ডেকে নিয়ে কাজ করেছেন তিনি। কাটার মাস্টারের বোলিং ভিডিও করেছেন। সেই ভিডিও দেখিয়ে মোস্তাফিজকে করণীয় বুঝিয়েছেন ওয়ালশ। গুরুর পরামর্শ মতোই নিজের ছন্দে ফেরার প্রত্যয় ছিল মোস্তাফিজের মাঝেও।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)সাকিব, মিরাজ, তাইজুল, নাথান লায়ন আর অ্যাস্টন অ্যাগারদের স্পিন রাজ্যে ঢাকা টেস্টে ১৪ ওভার বল করে মোস্তাফিজ ছিলেন উইকেটহীন। নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়ে চট্টগ্রাম টেস্টে নেমে প্রথম ইনিংসে নিয়েছিলেন চারটি উইকেট। পরের ইনিংসে ছোটো লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেটটি নিয়েছিলেন।

শিষ্যের দারুণভাবে ঘুরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন কোর্টনি ওয়ালশ। মোস্তাফিজের দুর্দান্ত কামব্যাকে খুশি ক্যারিবীয়ান কিংবদন্তি। তিনি জানান, ‘মোস্তাফিজ তার নিজের পারফর্ম দেখিয়েছে। দুটি ম্যাচেই সে অ্যাগ্রেসিভ স্প্রিডে ছিল। পাশাপাশি এটাও স্বীকার করতে হবে যে, মোস্তাফিজ তার বোলিংয়ে নিজের কন্ট্রোল দারুণভাবে ধরে রেখেছিল। আমি বিশ্বাস করি শেষ টেস্টে মোস্তাফিজ যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের বিপক্ষে বল করেছে সেটা তাকে আরও দুর্দান্তভাবে ফিরে আসতে আত্মবিশ্বাস যোগাবে। দক্ষিণ আফ্রিকা সফরেই সে আরও ভালো কিছু উপহার দেবে। ’

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফিরিয়েছেন মোস্তাফিজ। এ প্রসঙ্গে ওয়ালশ জানান, ‘দুই ইনিংসেই ওয়ার্নারের উইকেট নেওয়া মানে এটা নয় যে, মোস্তাফিজ অনেক বড় কিছু করে ফেলেছে, তাকে আলাদাভাবে মনে রাখতে হবে! মোস্তাফিজকে ভিন্ন আসনে বসাতে হবে! ওয়ার্নার ভালোমানের ব্যাটসম্যান তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু, মোস্তাফিজও বিশ্বমানের বোলার। আইপিএলে তারা একসাথে খেলে। হয়তো এ কারণেই ওয়ার্নারের ব্যাক টু ব্যাক উইকেট নেওয়া মোস্তাফিজের জন্য অর্থপূর্ণ, তার বেশি কিছু নয়। ’

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।