শ্রীলঙ্কার পি সারা ওভাল স্টেডিয়ামে টস জিতে ইউল্যাবকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। ইউল্যাব ৫ ইউকেট হারিয়ে ১৭৫ রান করে।
গতকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিজনেস ম্যানেজমেন্ট (বিএমএস) স্কুলের কাছে ৪৭ রানে হেরে যায় ইউল্যাব। রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ হলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), বাংলাদেশ; বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস), কলম্বো, শ্রীলঙ্কা; ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া; ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজি, জিম্বাবোয়ে; মারাঠাওয়াড়া মিত্র মন্ডল কলেজ অব কমার্স (এমএমসিসি), ভারত; জিন্নাহ গভার্ণমেন্ট কলেজ নাজিমাবাদ, করাচি, পাকিস্তান; নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি ( এনডব্লিউইউ), দক্ষিণ আফ্রিকা; হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
স্বাগতিক শ্রীলঙ্কা সহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের এই আটটি বিশ্ববিদ্যালয়ের দল রেড বুল আয়োজিত ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি