ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ম্যাচও বৃষ্টির কবলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
তৃতীয় ম্যাচও বৃষ্টির কবলে ছবি: সংগৃহীত

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে নটিংহ্যাম্পশায়ারের দ্বিতীয় একাদশকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি)। নিজেদের তৃতীয় ম্যাচ জয়ের দেখা পাওয়া হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে তৃতীয় ম্যাচটিও।

এর আগে ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় প্রথম ম্যাচটি। সেই ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন শান্ত।

তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে নটিংহ্যাম্পশায়ারের একাডেমি দল ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে করে ২৬২ রান। জবাবে ২১.৪ ওভার ব্যাট করে এইচপি দল তোলে ৪ উইকেট হারিয়ে ১০২ রান। এরপর বৃষ্টি নামলে মাঠে আর বল গড়ায়নি।

নটিংহ্যাম্পশায়ারের দলটির হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন সি. হোম। ক্লেডনের ব্যাট থেকে আসে ৫১ রান। কিং করেন ৩২ রান। বাংলাদেশের দলটির হয়ে ৩১ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন সাইফুদ্দিন আহমেদ। আবু হায়দার রনি এবং জুবায়ের নেন দুটি করে উইকেট।

২৬৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় এইচপি দল। মারুফ ফেরেন ১২ রান করে। রাব্বি ৫ রানে বিদায় নেন। ৫০ রান করেন জাকির হাসান আর ১৫ রানে অপরাজিত থাকেন তানবীর হায়দার।

আগামী ১৪ সেপ্টেম্বর ওরচেস্টারশায়ারের দ্বিতীয় দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের দলটি।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।