এটি এনসিএল’র ১৯তম এডিশন। জাতীয় লিগের গতবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ।
টায়ার-১ এর অপর ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হবে ঢাকা বিভাগ। অন্যদিকে দ্বিতীয় স্তরের খেলায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোকে আতিথ্য দেবে চিটাগং ডিভিশন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগের মুখোমুখি হবে সিলেট বিভাগ।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে প্রথম স্তরের দ্বিতীয় রাউন্ডের খেলায় স্বাগতিক খুলনাকে মোকাবেলা করবে বরিশাল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকার প্রতিপক্ষ রংপুরে। দ্বিতীয় টায়ারের ম্যাচে কক্সবাজারে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে সিলেট। রাজশাহীতে স্বাগতিক শিবিরের সামনে চট্টগ্রাম।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম