ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুলদীপের মাঝে সম্ভাবনা দেখছেন শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
কুলদীপের মাঝে সম্ভাবনা দেখছেন শেন ওয়ার্ন ছবি: সংগৃহীত

ভারতীয় দলের চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে দেখে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শেষে বাঁহাতি এ তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

এক টুইটে ওয়ার্ন লিখেন, ‘কুলদীপ যদি একটু ধৈর্য ধরে বোলিং করে, তা হলে সে সব রকম ফরম্যাটেই সেরা লেগস্পিনার হওয়ার দৌড়ে দ্রুত ইয়াসিরকে (শাহ) চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। ’ 

এই সিরিজে কুলদীপ সাত উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন।

ওয়ার্ন তার টুইটারে আরও লিখেন, ‘গতবার ভারতে এসে তার সঙ্গে দেখা করে বেশ ভালো লেগেছিল। ওর বোলিং দেখতে সত্যিই ভালো লাগে। ব্যাটসম্যানদের, বিশেষ করে অস্ট্রেলিয়ানদেরও কেমন ঝামেলায় ফেলে দেয়। ’

২২ বছর বয়সী কুলদীপ এখন পর্যন্ত ১১টি ওডিআই খেলেছেন। যেখানে ৪.৭৮ ইকোনোমিতে ১৮টি উইকেট পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।