ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দু’দিন আগেই দ.আফ্রিকা যাচ্ছেন মাশরাফি-সাকিবরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
দু’দিন আগেই দ.আফ্রিকা যাচ্ছেন মাশরাফি-সাকিবরা দু’দিন আগেই দ.আফ্রিকা যাচ্ছেন মাশরাফি-সাকিবরা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে ৯ অক্টোবর ঢাকা ছাড়ার কথা ছিল দেশে অবস্থানরত চার ওয়ানডে টাইগার সদস্য, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাসির হোসেন ও ওয়ানডে ক্রিকেটে নবাগত পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের।

কিন্তু ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ১০ অক্টোবর পৌঁছে কন্ডিশন বোঝা কঠিন হয়ে দাঁড়াবে ভেবেই নির্ধারিত তারিখের দু’দিন আগেই ঢাকা ছাড়লেন ওয়ানডে তারকারা।

শনিবার (৭ অক্টোবর) সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা ছেড়ে গেছে লাল-সবুজের ওয়ানডে প্লাটুন।

এদিকে টেস্ট সিরিজ শেষে দক্ষিন আফ্রিকা থেকে দেশে ফিরবেন শফিউল ইসলাম, শুভাশিস রায় ও তাইজুল ইসলাম। তবে থেকে যাবেন ওয়ানডে দলে হঠাৎ ডাক পাওয়া প্রিন্স অব কক্সবাজার মুমিনুল হক।

১৫ অক্টোবর ‍ডায়মন্ড ওভালে টাইগার ও প্রোটিয়াদের মধ্যে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর বোলান্ড পার্কে। আর ২২ অক্টোবর বাফেলো পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশ।

ওয়ানডে মিশন শেষে ২৬ অক্টোবর দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ম্যাংগুয়াং ওভালে। এরপর ২৯ অক্টোবর সেনওয়েস পার্কে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজের সমাপ্তি টানবে টাইগার শিবির।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ৭ অক্টোবর, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।