দলটির নতুন চার স্পন্সর হলো, কালার অ্যান্ড স্টিচেস লিমিটেড, বাংলাদেশ ইনোভেশন ফোরাম, এনা ট্রান্সপোর্ট লিমিটেড এবং এএম গ্রুপ।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বসুন্ধরা ২নং ইন্ডাসট্রিয়াল সদর দপ্তরে স্পন্সরদের সাথে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
রংপুর রাইডার্স দিনের শেষ চুক্তিটি স্বাক্ষর করে এএম গ্রুপের সঙ্গে। যেখানে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। আর এএম গ্রুপের হয়ে ছিলেন, প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ হাবিব উল্লাহ দেওয়ান।
এর আগে কালার অ্যান্ড স্টিচেসের সঙ্গে দিনের প্রথম চুক্তিতে রাইডার্সদের হয়ে উপস্থিতে ছিলেন, সিইও ইশতিয়াক সাদেক। স্পন্সরের পক্ষ থেকে ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক নায়েম ইমরান সেলিম।
দ্বিতীয় চুক্তিটি স্বাক্ষরিত হয় বাংলাদেশ ইনোভেশন ফোরামে সঙ্গে। এখানে রংপুর রাইডার্সের পক্ষ থেকে ছিলেন, বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার শাহনিয়ান তানিম। অন্যদিকে স্পন্সরের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু।
এনা ট্রান্সপোর্টের সঙ্গে দিনের তৃতীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর রাইডার্সে হয়ে ছিলেন, প্রধান সমন্বয়ক ফাইজুর রহমান এবং এনা’র পক্ষ থেকে ছিলেন, নির্বাহি পরিচালক ইকরামুল হক।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস