ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

জন্মদিনে ড্যাডসওয়েলের ৫৭ ছক্কায় ৪৯০ রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, নভেম্বর ১৮, ২০১৭
জন্মদিনে ড্যাডসওয়েলের ৫৭ ছক্কায় ৪৯০ রান ছবি: সংগৃহীত

ওয়ানডে ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকান এক ব্যাটসম্যান বোলারদের ওপর দিয়ে স্টিমরোলার চালিয়ে করেছেন ৪৯০ রান।

শেন ড্যাডসওয়েল নামের ২০ বছরের এই তরুণ ক্লাব ক্রিকেটে এই কীর্তি গড়ে বিশ্বরেকর্ড গড়েছেন। আজই ২০ বছরে পা রেখেছেন তিনি।

জন্মদিনের দিন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠবেন ড্যাডসওয়েল কে জানতো!

শনিবার (১৮ নভেম্বর) ক্লাব ক্রিকেটে এনডব্লিউইউ পুক্কের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন ডানহাতি ব্যাটসম্যান ড্যাডসওয়েল। পচ ড্রপসের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ড্যাডসওয়েলের ৪৯০ আর রুয়ান হাসব্রোকের অপরাজিত ১০৪ রানের সুবাদে ৩ উইকেট হারিয়ে পুক্কে তুলেছিল ৬৭৭ রান।

৪৯০ রান করতে উইকেটরক্ষক ব্যাটসম্যান ড্যাডসওয়েল খেলেছেন মাত্র ১৫১ বল। তার ইনিংসে ছিল ২৭টি চারের মার। আর ছক্কা ছিল ৫৭টি। ৫৪ বল মোকবেলা করে ১২টি চার আর ৬টি ছক্কায় ১০৪ রান করে অপরাজিত থাকেন হাসব্রোক।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ১৮ নভেশ্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।