সোমবার (১৫ জানুয়ারি) তৃতীয় দিনের শেষদিকে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারের ঘটনা। মাটিতে আগ্রাসী ভঙ্গিতে বল ছুঁড়ে মারার আগে আম্পায়ার মাইকেল গফের কাছে কোহলি বারেবারেই অভিযোগ করে যান যে, বৃষ্টির কারণে স্যাঁতস্যাঁতে আউটফিল্ডের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বল।
ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। দোষ স্বীকার করে নেওয়ায় এ ব্যাপারে আর শুনানির প্রয়োজন পড়েনি।
লেভেল-১ ভঙ্গ করার দায়ে সর্বনিম্ন শাস্তি অফিসিয়াল তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও একটি বা দু’টি ডিমেরিট পয়েন্ট।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন কোহলি। ৩০৭ রানে থামে সফরকারীরা। ২৮ রানের লিড পায় প্রোটিয়ারা। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ডি ভিলিয়ার্স-ডু প্লেসির দল। কেপটাউনে অনুষ্ঠিত লো-স্কোরিং প্রথম টেস্টে ২০৮ রানের টার্গেটে নেমে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। দ. আফ্রিকার মাটিতে ২৫ বছরেও টেস্ট সিরিজ না জেতা ভারতের সামনে টিকে থাকতে সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এমআরএম